ছদ্মনামে বোমা তৈরির ৪২টি ভিডিয়ো পাঠায় জয়েশ হ্যান্ডলার
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণ ও মেডিকেল মডিউল নিয়ে তদন্ত জারি। এরই মাঝে সামনে এল নয়া তথ্য। জানা গিয়েছে, ধৃত চিকিৎসক মুজাম্মিলকে এনক্রিপটেড অ্যাপে ৪২টি বোমা তৈরির ভিডিয়ো পাঠানো হয়েছিল। আর এই ভিডিয়ো পাঠিয়েছিল পাকিস্তানে বেড়ে ওঠা এক জয়েশ হ্যান্ডলার। হদিশ মিলেছে আরও দুই বিদেশি হ্যান্ডলারের। ফরিদাবাদের মেডিকেল মডিউলের সঙ্গে ওই তিন বিদেশি হ্যান্ডলারের যোগসাজশ খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই জয়েশ হ্যান্ডলারের ছদ্মনাম হানজুল্লা। মুজাম্মিলকে বোমা তৈরির পদ্ধতি সংক্রান্ত ৪২টি ভিডিয়ো পাঠিয়েছিল সে। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের মৌলবি ইরফান আহমেদের মাধ্যমে মুজাম্মিলের সঙ্গে তার পরিচয় হয়। এই মৌলবি চিকিৎসকদের মগজ ধোলাই করে ধীরে ধীরে হোয়াইট কলার টেরর মডিউল গড়ে তুলেছিল। হানজুল্লা ছাড়াও আরও দুই হ্যান্ডলারের হদিশ পাওয়া গিয়েছে। তাদের ছদ্মনাম নিসার ও উকাসা। এদের আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে আরও একজন হ্যান্ডলারের নাম উঠে এসেছে। নাম মহম্মদ শাহিদ ফয়জল। কখনও ‘কর্নেল’, কখনও ‘ল্যাপটপ ভাই’, কখনও বা ‘ভাই’ ছদ্মনামে অপারেশন চালিয়েছে এই ব্যক্তি। ২০২০ থেকে সে পুলিশের রেডারে। কর্ণাটক ও তামিলনাড়ুতে টেরর মডিউলের নেপথ্যে রয়েছে ফয়জল।