• দিল্লি বিস্ফোরণ কাণ্ড: ময়দাকলে বিস্ফোরক বানাত মুজাম্মিল
    বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: যতই সময় এগোচ্ছে, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উঠে আসছে একের পর চমকে দেওয়ার মতো তথ্য। শুক্রবার তদন্ত সূত্রে জানা গিয়েছে, ময়দাকল ব্যবহার করে বিস্ফোরক তৈরি করত মেডিকেল মডিউলের অন্যতম মাথা মুজাম্মিল শাকিল গনি। ময়দাকলে মূলত ইউরিয়া গুঁড়ো করত মুজাম্মিল। তারপর নানা রাসায়নিক পদার্থ ও সামগ্রী নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে বিস্ফোরক তৈরি করা হত।

    হরিয়ানার ফরিদাবাদে একটি বাড়ি ভাড়া নিয়েছিল মুজাম্মিল। আর সেখানেই বসানো হয়েছিল এই ময়দাকল। মাসের পর মাস ধরে ময়দাকলকে কাজে লাগিয়ে বিস্ফোরক তৈরি করা হয়েছে। জেরার মুখে মুজাম্মিল জানিয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ইউরিয়া আলাদা করে তা গুঁড়ো করার কাজ করত সে। পরে ইউরিয়ার সঙ্গে নানা ধরনের রাসায়নিক মেশানো হত। জানা গিয়েছে, মুজাম্মিল এক ট্যাক্সিচালকের বাড়িতে ভাড়া থাকত। বাড়ি ভাড়া নেওয়ার কয়েকদিন পর সেখানে এক এক করে ময়দাকল সহ নানা যন্ত্র নিয়ে আসে। ওই ট্যক্সিচালক জিজ্ঞাসা করায় মুজাম্মিল তাকে জানিয়েছিল, এগুলি তার বোনের বিয়ের উপহার। ট্যাক্সিচালকের কথায়, চার বছর আগে আল-ফালাহ হাসপাতালে ছেলের চিকিৎসা করাতে গিয়ে মু‌জাম্মিলের সঙ্গে পরিচয় হয়। সেইসূত্রেই পরে বাড়ি ভাড়া নিয়েছিল ধৃত চিকিৎসক। ইতিমধ্যেই ওই ভাড়াবাড়ি থেকে ময়দার কল সহ বেশ কয়েকটি বৈদ্যুতিন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক নির্দেশিকা জারি করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এবার থেকে নির্দিষ্ট পরিমাণের বেশি অ্যামোনিয়াম নাইট্রেটের ক্রেতা ও বিক্রেতাদের রেকর্ড রাখতে হবে দিল্লি পুলিশকে। এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের ছবি সহ একাধিক তথ্য সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি সমস্ত স্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)