বেঙ্গালুরু: আড়াই বছর শেষে হওয়ায় সত্যিই কি মুখ্যমন্ত্রী পদ থেকে সরতে হচ্ছে সিদ্ধারামাইয়াকে? শিকে ছিঁড়ছে উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের? কর্ণাটকে কংগ্রেসের অন্দরে তথাকথিত ‘নভেম্বর বিপ্লব’ তত্ত্ব ঘিরে জল্পনা তুঙ্গে। নেপথ্যে শিবকুমার শিবিরের একদল বিধায়কের দিল্লি সফর। শুক্রবার এই ইশ্যুতে নীরবতা ভাঙলেন স্বয়ং শিবকুমার। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, সিদ্ধারামাইয়া পূর্ণ মেয়াদেই মুখ্যমন্ত্রী পদে থাকবেন। দলের ১৪০ জন বিধায়কের প্রত্যেকেই আমার বিধায়ক। গোষ্ঠী রাজনীতি আমার রক্তে নেই। মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া ও আমি বারবার বলে এসেছি, আমরা হাইকমান্ডের সিদ্ধান্ত মেনেই কাজ করি।