সর্বকালীন পতন, ডলারের দাম ৮৯ টাকা ছাড়িয়ে গেল
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দরে সর্বকালীন পতন হল। এই প্রথম এক ডলারের দাম ৮৯ টাকা ছাড়িয়ে গেল। শুক্রবার টাকার দরের দৈনিক পতন হয়েছে তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। ডলারের সাপেক্ষে এদিন ৯৮ পয়সা পড়ে ভারতীয় মুদ্রার দাম হয়েছে ৮৯ টাকা ৬৬ পয়সা। এর আগে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ৯৯ পয়সা পড়েছিল টাকা। একদিনের নিরিখে সেটাই ছিল সবচেয়ে বেশি পতন। এবার সেই রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলল। গত ৩০ সেপ্টেম্বর ডলারের দর ছিল ৮৮ টাকা ৮৫ পয়সা। সেটাই ছিল সর্বকালীন রেকর্ড। এুদিন বাজার খোলার সময় ডলারের দাম ছিল ৮৮ টাকা ৬৭ পয়সা। টাকারমেতোই এদিন পতনের সাক্ষী হয়েছে শেয়ার বাজারও। এদিন ৪০০.৭৬ পয়েন্ট (০.৪৭ শতাংশ) কমে সেনসেক্স দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৩১.৯২ পয়েন্টে। নিফটির পতন হয়েছে ১২৪ পয়েন্ট (০.৪৭ শতাংশ) পয়েন্ট। দিনের শেষে এই সূচক কমে দাঁড়িয়েছে ২৬ হাজার ৬৮.১৫ পয়েন্টে।
Link to this news (বর্তমান)