গ্যাংস্টারদের সাহায্যে পাঞ্জাবে হামলার ছক আইএসআইয়ের, গ্রেফতার ২
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
লুধিয়ানা: বৃহস্পতিবার লুধিয়ানা থেকে দুই গ্যাংস্টারকে গ্রেফতার করেছিল পাঞ্জাব পুলিশ। তাদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য মিলল। জানা যাচ্ছে, ওই গ্যাংস্টারদের পিছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। দীপক ওরফে দীপু এবং রাম লাল নামে ওই দুই গ্যাংস্টারকে ব্যবহার করে সরকারি ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় গ্রেনেড হামলার ছক কষেছিল আইএসআই। ওই দু’জনের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে। লুধিয়ানার পুলিশ কমিশনার স্বপন শর্মা শুক্রবার জানিয়েছেন, দীপক ও রাম রাজস্থান থেকে লুধিয়ানায় এসেছিল। দু’দিন ধরে গোপন আস্তানায় বসে তারা হামলার পরিকল্পনা করে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আস্তানায় অভিযান চালায়। সেই সময় দুই গ্যাংস্টার পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা গুলিতে আহত হয় দু’জনেই। তাদের থেকে দু’টি গ্রেনেড, পাঁচটি আধুনিক মডেলের পিস্তল এবং ৪০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ কমিশনারের মতে, অপারেশন সিন্দুরের পর পাক গুপ্তচর সংস্থা ও জঙ্গি সংগঠনগুলি ভারতে আক্রমণের ছক বদলাতে চাইছে। এর জন্য গ্যাংস্টার-টেরর মডিউল তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘পাকিস্তানের হ্যান্ডলাররা পাঞ্জাবে জঙ্গি হামলা চালানোর জন্য এখন অন্য রাজ্যের দুষ্কৃতীদের বেছে নিচ্ছে। ফলে হামলার পিছনে আসল মাথা কারা, তা খুঁজে বের করা পুলিশের কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে।’
পুলিশ সূত্রে খবর, দীপক ও রামকে গ্রেনেড হামলার জন্য কাজে লাগিয়েছিল জসভীর ওরফে চৌধুরী নামে পাকিস্তানের এক হ্যান্ডলার। এর আগেও লুধিয়ানা পুলিশ এই মডিউলের তিনজনকে পাঞ্জাবের ফিরোজপুর, বিহার ও হরিয়ানা থেকে গ্রেফতার করেছিল। ওই তিনজনও পাঞ্জাবে গ্রেনেড হামলার ছক কষেছিল ।