• ডাক্তারের তিনটি পদে আবেদন ৭৫, একটি নার্স পদে প্রার্থী ১০৮ জন!
    বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: একটি চুক্তিভিত্তিক নার্স পদের জন্য আবেদন ১০৮টি! তিনজন চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের জন্য আবেদন করলেন ৭৫ জন এমবিবিএস ডিগ্রিধারী। ২টি দন্ত চিকিৎসক পদে আবেদনকারীর সংখ্যা ৮৯ জন।  পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যদপ্তর সম্প্রতি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। মোট ২২টি পদের জন্য ১০৩২ জন আবেদন করেছেন। বাঁকুড়া, পুরুলিয়া থেকে সুদূর উত্তরবঙ্গের জেলা থেকেও আবেদন জমা পড়েছে। সাধারণত শিক্ষক, অশিক্ষক, সরকারি অফিস কিংবা আদালতে যেকোনও কর্মী নিয়োগের জন্য বিপুল আবেদনপত্র জমা পড়ার বিষয়টি আমাদের গা সওয়া। কিন্তু, চিকিৎসক, নার্সের মতো চাকরিতেও প্রতিযোগিতার ছবি সেভাবে নজরে আসেনি। আগামী ২৫ নভেম্বর থেকে পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে নিয়োগের জন্য ভেরিফিকেশন শুরু হবে। তার আগে প্রতিটি পদের জন্য প্রার্থীর সংখ্যা ও নামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে জেলা স্বাস্থ্যদপ্তর। সেখানেই স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি চিকিৎসক এবং নার্স পদে প্রতিযোগিতার ছবিটা সামনে এসেছে।

    গত ১৬ অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর রিক্রুটমেন্ট নোটিশ-১ ও ২ দিয়েছিল। নোটিশ-১ এ মোট ২২ জন ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মী নিয়োগ হবে। এখানে সাধারণ কোর্সে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের আবেদনের সুযোগ সেভাবে ছিল না। 

    কিন্তু, তাতেও ২২টি পদের জন্য মোট আবেদন এসেছে ১০৩২টি। নার্স পদের জন্য দার্জিলিং থেকেও আবেদন জমা পড়েছে। এছাড়াও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক আবেদন এসেছে। ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে নথিপত্র পরীক্ষা করা হবে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী পদে আবেদনের পাহাড় দেখে জেলা স্বাস্থ্য দপ্তরের অফিসাররাও অবাক হয়ে গিয়েছেন।

    রিক্রুটমেন্ট-১ নোটিশে জেলা স্বাস্থ্য দপ্তর ২২টি স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। তারমধ্যে একজন কমিউনিটি নার্স নিয়োগ করা হবে। ওই একটি পদের জন্য মোট ১০৮ জন আবেদন করেছেন। একজন ল্যাব টেকনিসিয়ান পদের জন্য আবেদনকারীর সংখ্যা ১৭২ জন।  ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার পদে একজনকে নিয়োগ করা হবে। ওই পদেও আবেদনকারীর সংখ্যা ১০৮ জন। একজন সোশ্যাল ওয়ার্কার পদের জন্য আবেদন এসেছে ১০৫টি। একটি ফিজিও থেরাপিস্ট পদের জন্য মোট ৫৩ জন আবেদন করেছেন। ভিবিডি(ভেক্টর বর্ন ডিজিজ) টেকনিক্যাল সুপারভাইজার একটি পদের জন্য আবেদন ৭১টি।

    সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, ডাক্তারি পদে নিয়োগের জন্যও ঢালাও আবেদন এসেছে। ব্লাড সার্ভিসে দু’জন মেডিক্যাল অফিসারের জন্য ৬৩ জন চিকিৎসক আবেদন করেছেন। আর একজন মেডিক্যাল অফিসারের(এমও) পদের জন্য আবেদনকারী ১২ জন। অর্থাৎ তিনজন চিকিৎসক পদে মোট ৭৫টি আবেদন এসেছে। অতীতে কখনও ডাক্তার নিয়োগে এত বিপুল সংখ্যক আবেদন আসেনি। তা‌ই এটি চিন্তার বিষয় বলে অনেকেই মনে করছেন।

    ডাক্তারি, নার্সিং কোর্সে আগের চেয়ে আসন সংখ্যা বেড়েছে। যেকারণে প্রতিবছর অনেক ছাত্রছাত্রী ডাক্তারি, নার্সিং কোর্স পাশ করে বেরচ্ছেন। কিন্তু, সেভাবে নিয়োগ না হওয়ায় এখন এইসব পেশাতেও প্রতিযোগিতা বাড়ছে।
  • Link to this news (বর্তমান)