সাগরের ঘটনায় প্রেমিকার বাবা-কাকার পুলিশ হেফাজত, মায়ের ঠাঁই হল জেলে
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সাগরের এক প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত তিনজনকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ রয়েছে। ধৃতরা হল ওই যুবকের প্রেমিকা তথা কিশোরীর বাবা, মা ও কাকা। বিচারক বাবা ও কাকাকে চারদিনের পুলিশি হেপাজত ও মাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, এদিনই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। তাতে আত্মহত্যার তথ্যই উঠে এসেছে।
প্রসঙ্গত, বুধবার সাগরের এক প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে বুদ্ধদেব জানার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বুদ্ধদেবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। মৃতের পরিবারের অভিযোগ ছিল, ওই কিশোরীর বাড়ির লোকজন বুদ্ধদেবকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেছে। এমনকি, প্রেমিকার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধার নিয়েছেন বলে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল। সেই টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধের কথাও লেখানো হয়েছিল। এই মানসিক চাপেই বুদ্ধদেব গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এ বিষয়ে মৃত যুবকের পরিবার সাগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীর পরিবারের তিনজনকে পুলিশ গ্রেফতার করে।