যান চলাচলের সমস্যা সমাধানে ১ নং গেটে ফুট ওভারব্রিজের প্রস্তাব
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এয়ারপোর্টের এক নম্বর গেটে ফুট ওভারব্রিজ অথবা সাবওয়ে তৈরি করা হোক। বৃহস্পতিবার এই প্রস্তাব উঠল এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির বৈঠকে। এছাড়া বৈঠকে বিমানবন্দর সংলগ্ন পুর এলাকাগুলির বহুতলের বিষয়েও আলোচনা হয়েছে।
বিমানবন্দর সংলগ্ন অংশে সবথেকে জনবহুল স্থান এক নম্বর গেট। উত্তর শহরতলির এই অংশ দিয়ে দিন-রাত ছোট-বড় গাড়ির যাতায়াত থাকে। এই গেট সংলগ্ন অংশে আছে ট্যাক্সি, অটো স্ট্যান্ড। আবার গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড হিসেবেও এটি পরিচিত জায়গা। ভিআইপি রোডে ঢোকার ক্ষেত্রে এটি মূল রাস্তা। অন্যদিকে আছে দমদম যাওয়ার পথ। আর একটি দিক দিয়ে বারাসত-মধ্যমগ্রামের দিকে যাওয়া যায়। এছাড়া বিমানবন্দরে প্রবেশের গুরুত্বপূর্ণ মোড় হল এই জায়গাটি। এ কারণে এলাকা দিন-রাত জনবহুল থাকে। এর ফলেই এয়ারপোর্ট এক নম্বর অংশে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যানজটের সমস্যা আটকানোর বিষয় এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির বৈঠকে উঠেছে। পাশাপাশি অবৈধভাবে গাড়ি পার্ক করা আটকানোর বিষয়েও আলোচনা হয়। এর পাশাপাশি বিমানযাত্রীরা যাতে ঠিকমতো বিমানবন্দরে প্রবেশ করতে পারেন, সেই বিষয়টিও উঠে এসেছে আলোচনায়।
আলোচনায় প্রস্তাব, এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন অংশে ফুট ওভারব্রিজ অথবা সাবওয়ে তৈরি করা হোক। এ বিষয়ে রাজ্যের পূর্তদপ্তর, দমদম পুরসভা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ত্রিপাক্ষিত আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির চেয়ারম্যান এবং সাংসদ সৌগত রায় বলেন, ‘এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন অংশ যানবাহন, দোকানপাট, হোটেল, রেস্তরাঁ, বাড়ি মিলিয়ে জনবহুল এলাকা হিসেবে চিহ্নিত। সেখানে একটি ফুট ওভারব্রিজ করার বিষয়ে প্রস্তাব উঠেছে এবং তার ভিত্তিতে প্রাথমিক আলোচনা হয়েছে। পরবর্তী বৈঠকে এ বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে।’
প্রসঙ্গত কৈখালি থেকে এয়ারপোর্ট অংশে মেট্রো প্রকল্পের কাজ হচ্ছে। ফলে যান চলাচলের সমস্যা দেখা দিচ্ছে। সে বিষয়টির সমাধান কিভাবে করা যায়, তা নিয়ে ট্রাফিক পুলিশকে নজর দেওয়ার কথা বলা হয়েছে অ্যাডভাইজরি কমিটির বৈঠকে। অনেকদিক আগে একবার আলোচনা হয়েছিল, এইচএমভি মোড় থেকে আড়াই নম্বর গেট পর্যন্ত গাড়ি চলাচলের একটি সেতু তৈরি করা হবে। তবে পরবর্তীকালে সে কাজ এগয়নি বলেই জানা গিয়েছে।
অন্যদিকে রাজারহাট ও মধ্যমগ্রাম চত্বর বিমান ওঠা-নামার জন্য ফানেল হিসেবে চিহ্নিত। এই অংশে যে উচ্চ বহুতলগুলি রয়েছে সেগুলির বিষয়ে সংশ্লিষ্ট পুরসভা যেন যথাযথ ব্যবস্থা নেয়, তা আলোচনা হয়েছে এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির বৈঠকে। নতুন করে কোনও বহুতল তৈরির আগে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, মধ্যামগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ। তাঁদের বক্তব্য, ‘বিমানবন্দরের আশপাশে নিকাশি ব্যবস্থা, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাজারগুলির দিকে আরও নজরদারির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।’ এয়ারপোর্ট অ্যাডভাইজরি কমিটির নয়া সদস্য তথা দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল প্রবীর পাল বৈঠকে প্রস্তাব দেন, ‘বিমানবন্দরের ভিতরে সিকিউরিটি চেকিং এরিয়া সহ বিভিন্ন জায়গায় যাত্রীস্বার্থে কম দামে চা-কফির কাউন্টার করা হোক। এখন উড়ান যাত্রী ক্যাফে আছে। সেটির সংখ্যা বাড়ানো হোক।’ উল্লেখ্য এই প্রস্তাব গৃহীত হয়েছে।-নিজস্ব চিত্র