টেটের ভুল প্রশ্নে উত্তর দিলেই পুরো নম্বর, নির্দেশ হাইকোর্টের, ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক, প্রভাব সফল তালিকায়
বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৭ এবং ২০২২ সালের প্রাথমিক টেটে প্রশ্ন ভুলের কারণে সকলকেই নম্বর দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। অর্থাৎ যাঁরা মামলা করেছেন বা যাঁরা মামলা করেননি, অথচ ওই প্রশ্নগুলি উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন, সকলকেই নম্বর দিতে হবে। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ভুল প্রশ্নের জন্য নম্বর দেওয়া হলে টেট উত্তীর্ণের সংখ্যা অনেকটাই বাড়তে পারে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে, ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য যে পোর্টাল খোলা হয়েছে, তাতে তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
এছাড়াও আদালতের নির্দেশ, কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, সে বিষয়ে আগামী সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট আকারে জানাতে হবে। তারপরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ১৯ নভেম্বর শুরু হয়েছে আবেদনের প্রক্রিয়া। মোট ১৩ হাজার ৪২১ শূন্যপদে নিয়োগ করা হবে। জেলাভিত্তিক বিবরণও প্রকাশ করবে পর্ষদ।
কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২০১৭ ও ২০২২ সালের টেট অনু্ত্তীর্ণ পরীক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, ২০১৭ ও ২০২২ সালের টেটে মোট ৪৭টি প্রশ্ন ভুল ছিল। এই মামলার সূত্রেই বিষয়টি সমাধানের জন্য প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞ শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গড়েছিল আদালত।
গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সময় মতো জমা না পড়লেও শুক্রবার ওই কমিটি রিপোর্ট জমা দেয় হাইকোর্টে। ওই রিপোর্ট দেখার পর বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণে জানান, যাঁরা আদালতে এসেছেন এবং যাঁরা দ্বারস্থ হননি, প্রত্যেকেই ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন। কোন পদ্ধতিতে, কাকে কত নম্বর দেওয়া হবে, সেবিষয়ে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
প্রাথমিক শিক্ষা পর্ষদ অবশ্য এখনও তাদের অবস্থানে অনড়। এদিন এক কর্তা দাবি করেন, আদালত কিন্তু বলেনি যে প্রশ্নে ভুল ছিল। বলা হয়েছে, ভুল থাকলে সবাইকে নম্বর দিতে হবে। আমরা সোমবার আদালতে আমাদের মতামত জানাব। তাতেই বিষয়টি পরিষ্কার হবে। অবশ্য, এর আগে পর্ষদের অবস্থান ছিল, তাদের প্রশ্নে ভুল নেই। কিছু ক্ষেত্রে একাধিক সঠিক বিকল্প দেওয়া ছিল। তবে কোনওমতেই সংখ্যাটি এত বেশি নয়।