• সকালে ২ ঘণ্টা রাস্তায় পার্কিং নয়, ভাবনা মেয়রের, দাবিদারহীন গাড়ি সরাতে ফের লালবাজারকে চিঠি
    বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের অনেক রাস্তায় রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা। বহু জায়গা এমন রয়েছে, যেখানে সারাদিন গাড়ি দাঁড় করানো থাকে। আর তার নীচে জমতে থাকে নোংরা-আবর্জনা। কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে পুরসভার সাফাইকর্মীরা ওই অংশের রাস্তা সাফসুতরো করতে পারেন না। সেই সমস্যা সমাধানের জন্য এবার নতুন ভাবনা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক অভিযোগের প্রেক্ষিতে মেয়র বলেন, ‘সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দু’ঘণ্টা শহরের রাস্তায় কোনও কার পার্কিং হবে না, এমন নির্দেশিকা জারি করা যেতে পারে। ওই সময়টুকু রাস্তা সাফাই হবে।’ পাশাপাশি বিভিন্ন থানার বাইরে বা শহরের রাস্তাঘাটে যেসব দাবিদারহীন গাড়ি পড়ে রয়েছে, সেগুলি সরানোর জন্য কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিতে বলেছেন মেয়র।

    শহরের রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে সমস্যা নতুন কিছু নয়। পার্কিং থাকার ফলে তার নীচে এবং ফুটপাতে বা গালিপিটের মুখে নোংরা জমে থাকে। যা সহজে পরিষ্কার করা যায় না। এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে মেয়র পুর কমিশনারকে সময়সীমা বেঁধে দিয়ে একটি নির্দেশিকা জারি করতে বলেছেন। যদিও ফিরহাদ জানিয়েছেন, এটা করা সম্ভব কি না, সেই আইনি দিক খতিয়ে দেখেই পুর কমিশনার ব্যবস্থা নেবেন। শহরের বহু জায়গায় বাড়িতে বা ফ্ল্যাটে পার্কিং না থাকার ফলে রাস্তায় গাড়ি রাখেন অনেকে। সেক্ষেত্রে ওই দু’ঘণ্টা তাঁরা কোথায় গাড়ি রাখবেন? এই প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘অনেক জায়গাতেই পুরসভার পার্কিং লট আছে। দক্ষিণে আলিপুরে মাল্টি কার পার্কিং লট রয়েছে। তাছাড়া, আশপাশের কোনও গ্যারাজেও গাড়ি রাখা যেতে পারে।’  

    শহরে বিভিন্ন থানার বাইরে এবং অনেক জায়গায় স্ক্র্যাপ গাড়ি বা পুলিশের বাজেয়াপ্ত করা গাড়ি বা দাবিদারহীন গাড়ি পড়ে থাকে। আগেও এ বিষয়ে লালবাজারকে চিঠি দিয়েছিলেন মেয়র। সেই সব গাড়ি তুলতে অভিযানও হয়। কিন্তু আবার যে কে সেই অবস্থা! এই অবস্থায় আক্ষেপ প্রকাশ করে ফিরহাদ বলেন, ‘দিল্লির মতো কোথাও একটা বিস্ফোরণ হলে তখন টনক নড়বে পুলিশের। আগেও পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আবারও পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হবে। এই গাড়িগুলি রাস্তায় পড়ে থাকলে জায়গাটা নোংরা হচ্ছে। ডেঙ্গুর সমস্যা বাড়ছে। ওই অংশে রাস্তা পরিষ্কার করাও যাচ্ছে না। তাই এসব দাবিদারহীন গাড়ি স্ক্র্যাপ ইয়ার্ডে সরিয়ে নিয়ে যেতে হবে।’
  • Link to this news (বর্তমান)