• মেয়ের ‘সৎ মা’ খুঁজতে গিয়ে চিটফান্ডে লগ্নি! ব্যক্তির ২০ লক্ষ টাকা হাতিয়ে কাঠগড়ায় ভাবী স্ত্রী
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: স্ত্রীর মৃত্যু হয়েছে কয়েকমাস আগে। মেয়ের দেখভালের জন‌্য ‘সৎমা’ খুঁজতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন এক ব‌্যক্তি! অভিযোগ, তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা ভবিষ‌্যতের জন‌্য একটি চিটফান্ডে অর্থ লগ্নি করতে বলেন। বলা হয়, বিপুল টাকার সুদ-সহ টাকা ফেরত দেওয়া হবে। ভাবী স্ত্রীর প্রেমে পড়ে গিয়ে ওই ব‌্যক্তি কুড়ি লক্ষ টাকা লগ্নি করেন। কিন্তু শেষ পর্যন্ত ওই মহিলা আর সামনে আসেনি। তার বদলে প্রেমের ফাঁদ পেতে ওই ব‌্যক্তির এত অর্থ নিয়ে উধাও হয়ে যায় ওই মহিলা। প্রতারিত হয়ে ওই ব‌্যক্তি উত্তর কলকাতার সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ম্যাট্রিমোনিয়ার ওয়েবসাইটে আলাপ হওয়া ওই মহিলার আসল পরিচয় সম্পর্কে পুলিশ সন্দিহান।

    পুলিশ সূত্রের খবর, সিঁথি এলাকার গণপতি সুর সরণির বাসিন্দা প্রতারিত ব‌্যক্তি। তাঁর প্রথম স্ত্রীর মৃত্যুর পর দশ বছরের কন‌্যার দেখভালের জন‌্য দ্বিতীয়বার বিয়ে করার পরিকল্পনা করেন। একটি ম্যাট্রিমোনিয়ার ওয়েবসাইটে তিনি নিজের নাম নথিভুক্ত করেন। সেই সূত্রেই ওই মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। দু’জনের মধ্যে হোয়াটসঅ‌্যাপ কলে কথা হতে থাকে। ওই মহিলা নিজেকে একটি চিটফান্ডের আধিকারিক বলে পরিচয় দেয়। বলে, নতুন পরিবারের ভবিষ‌্যতের জন‌্য চিটফান্ডে টাকা লগ্নি করতে। বিপত্নীক ব্যক্তিকে সে বিয়ের প্রতিশ্রুতিও দেয়।

    ওই ব্যক্তি ভাবী স্ত্রীর প্রেমে পড়ে গত জুলাইয়ে প্রথমে ২৫ হাজার টাকা লগ্নি করেন চিটফান্ডে। এরপর কয়েক দফায় মোট কুড়ি লক্ষ টাকা বিনিয়োগ করেন। সম্প্রতি তাঁর টাকার প্রয়োজন হয়। তিনি টাকা তোলার জন‌্য ভাবী স্ত্রীর সঙ্গে কথা বলেন। আর তাতেই আসল বিষয়টা সামনে আসে। ওই ব্যক্তি লগ্নি করা টাকা ফেরত চাইতেই মহিলা মোবাইল বন্ধ করে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সংস্থাটিরও কোনও হদিশ মেলেনি। এতেই ব্যক্তি বুঝে যান, তিনি সম্পূর্ণ প্রতারিত হয়েছেন। ভাবী স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। ওই মহিলার আসল পরিচয় জানার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)