বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার রাতে তা নিম্নচাপে পরিণত হতে পারে। তার জেরেই নভেম্বরের শেষে শীতের আমেজ উধাও হবে বাংলা থেকে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা দিতে পারে।
শুক্রবার মধ্যরাতে নদিয়ার শান্তিপুরে বড় বাজারে আগুন। প্রথমে তা নজরে আসে স্থানীয়দের। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। কী ভাবে এই অগ্নিকাণ্ড? তা খতিয়ে দেখা হচ্ছে।