ভয়াবহ অগ্নিকাণ্ড শান্তিপুরে। শুক্রবার মধ্যরাতে আগুন লাগে নদিয়ার শান্তিপুর বড়বাজারে। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনী। কী কারণে আগুন লাগে তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।
দিন কয়েক আগেই আগুন লাগে কলকাতা বড়বাজার এলাকায়। তার পরেই এই আগুন লাগার ঘটনা। শান্তিপুরে যেখানে আগুন লাগে সেখানেই আছে সব্জি এবং মাছের বাজার।
শান্তিপুর বড়বাজার একটি পুরাতন বাজার। এর অলিগলিতে বিভিন্ন ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। ঠিক তেমনই বড়বাজারের মাছ বাজার লাগোয়া রয়েছে বেশ কয়েকটি আলু,পেঁয়াজ-সহ সব্জি ব্যবসায়ীদের আস্তানা। মূলত সেই জায়গাগুলিতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তাঁরাই খবর দেন দমকলে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দমকলের কর্মীরা আসার আগেই আগুনের তীব্রতা ভয়ানক আকার নেয়। নিমিষে পুড়ে ছারখার হয়ে যায় বেশ কিছু অংশ। আলু, পিয়াঁজসহ বিভিন্ন পণ্য পুড়ে যাওয়ার কারণে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন আধিকারিকরা।