• G-20 সম্মেলনে ঠাসা কর্মসূচি মোদীর, অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • G-20 সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, সামিটে ভাষণ দেবেন তিনি। এ বছর সম্মেলনের থিম ‘Solidarity, Equality and Sustainability’। সামিটে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    তিন দিনে তিনটি রাজ্যে সফর করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ছত্তিসগড় দিয়ে শুরু হয়েছে। তার পরে যান তেলঙ্গনার সেকেন্দ্রাবাদে। আজ, অন্ধ্রপ্রদেশে যাবেন রাষ্ট্রপতি। সত্য সাঁই বাবার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরবেন নয়াদিল্লিতে।

    দুবাই এয়ার শো-তে ভেঙে পড়েছে তেজস। মৃত্যু হয়েছে উইং কম্যান্ডার নমাংস স্যালির। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারি গঠনের কথা জানিয়েছে বায়ুসেনা। তদন্ত কোন পথে এগোবে? নতুন কোনও সূত্র পাওয়া যাবে কি না, সেই দিকে নজর থাকবে আজ।

    গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে টিম ইন্ডিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে ৩০ রানের লজ্জাজনক হারের পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনও পথ নেই টিম ইন্ডিয়ার সামনে। ড্র বা হার মানেই সিরিজ় হাতছাড়া। শুবমান গিলকে পাচ্ছে না ভারত। চোটের জন্য তিনি মাঠের বাইরে। অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ। তবে পুরো শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে দক্ষিণ আফ্রিকা। আজ, সকাল ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

    জমে গিয়েছে অ্যাশেজ়ের প্রথম টেস্ট। ১৭২ রানে অল আউট হয়ে গিয়েছে ইংল্যান্ড। পাল্টা ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়াও। পারথে মুড়ি মুড়কির মতো পড়েছে উইকেট। ম্যাচ কি দু’দিনে শেষ হয়ে যাবে? ম্যাচে ফিরতে পারবে ইংল্যান্ড? আজ নজর থাকবে সেই দিকে।

  • Link to this news (এই সময়)