• মতুয়াভূমে ‘SIR’, রাস্তায় মমতা, বৈঠকে অভিষেক
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • এই সময়: সোমে অভিষেক। মঙ্গলে মমতা। বঙ্গে ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (সার) দ্বিতীয় পর্যায় শুরুর মুখে তৃণমূলের নেতা–কর্মীদের আন্দোলনের অভিমুখ ঠিক করে দিতে ব্যাক–টু–ব্যাক মাঠে নামছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    আগামী সোমবার দলের দশ হাজারেরও বেশি নেতা–কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। মনে করা হচ্ছে, ওই বৈঠকে তিনি ‘সার’ ইস্যুতে দলের পরবর্তী রোডম্যাপ বাতলে দেবেন। পরের দিনই, অর্থাৎ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বনগাঁর মতুয়া গড়ে যাবেন মমতা। কারণ, ‘সার’–এ নাম বাদ পড়া নিয়ে মতুয়াদের মধ্যে প্রবল আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছে। সেখানে পদযাত্রা এবং জনসভা করার কথা রয়েছে তৃণমূলনেত্রীর।

    ‘সার’–এর প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন আগে তৃণমূলের সর্বস্তরের নেতা–কর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছিলেন অভিষেক। সেখানে তিনি জেলা ধরে ধরে বেশ কিছু সাংগঠনিক নির্দেশ দিয়েছিলেন। ‘সার’–এর আতঙ্ক দূর করতে তৃণমূল কর্মীরা কী ভাবে সাধারণ মানুষের পাশে থাকবেন, সে বিষয়ে ওই বৈঠকে নির্দিষ্ট গাইডলাইনও ছকে দিয়েছিলেন অভিষেক।

    ‘সার’–এর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার মুখে ফের একবার তৃণমূলের নেতা–কর্মীদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছেন তিনি। সোমবার বিকাল ৪টেয় ভার্চুয়াল মাধ্যমে বৈঠক নির্ধারিত রয়েছে।

    সূত্রের খবর, শুরু থেকেই দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট বার্তা ছিল, ‘সার’–এর কারণে একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না পড়ে, তার জন্য দলের বুথ লেভেল এজেন্টদের (বিএলএ–২) তৎপর থাকতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেখানে যাঁদের নাম থাকবে না, তাঁদের শুনানিতে ডাকা হবে।

    তৃণমূল নেতৃত্ব মনে করছেন, ‘সার’–এর এই পর্বটাই সব থেকে সংবেদনশীল। এই পর্যায়ে তৃণমূল কর্মীদের ভূমিকা কী হবে, অর্থাৎ, শুনানিতে ডাক পাওয়া ভোটারদের তাঁরা কী ভাবে সহযোগিতা করবেন, সেটাই সোমবারের ভার্চুয়াল বৈঠকে নিঁখুত ভাবে বোঝানোর চেষ্টা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ওই বৈঠকে অভিষেকের নজর থাকবে বিশেষ করে মতুয়া অধ্যুষিত এলাকাগুলি এবং উত্তরবঙ্গের দিকে।

    দলের একাংশের দাবি, ‘সার’ ইস্যুতে কিছু জেলায় তৃণমূল নেতাদের ভূমিকা সন্তোষজনক নয়। তাঁদেরও সোমবার সতর্ক করতে পারেন অভিষেক। পাশাপাশি অভিষেকের নির্দেশে জেলায় জেলায় খোলা দলের ওয়ার রুমে ‘সার’ সংক্রান্ত কী ধরনের অভিযোগ এসেছে, সে সব ক্ষেত্রে কমিশনকে জানানো হলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, দলের স্থানীয় নেতৃত্বই বা কী পদক্ষেপ করেছেন— সেগুলো ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন জোড়াফুল নেতৃত্ব।

    ‘সার’–এর জেরে সব থেকে বেশি উৎকণ্ঠায় আছে মতুয়া সমাজ। ২০১৯ থেকে তাদের বড় অংশ বিজেপিকে ঢেলে ভোট দিলেও ‘সার’–এর জটিলতায় হাওয়া অন্য দিকে ঘুরতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

    মতুয়া সমাজের বড় একটি অংশ ২০০২–এর ভোটার লিস্টের লিঙ্কেজ দেখাতে না–পারায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় আছেন। এই আবহে মতুয়াদের ভরসা জোগাতে আগামী মঙ্গলবার বনগাঁয় যাচ্ছেন মমতা। ওই দিন প্রথমে বনগাঁর ত্রিকোণ পার্কে সভা করবেন তিনি।

    সভা শেষে বিকেলেই চাঁদপাড়ার চৌরাস্তা থেকে মতুয়া অধ্যুষিত ঠাকুরনগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। বনগাঁ এবং ঠাকুরনগরে মুখ্যমন্ত্রীর জোড়া কর্মসূচি নিয়ে ইতিমধ্যে প্রশাসনের পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে হেলিকপ্টারে মঙ্গলবার বেলা ১টা নাগাদ বনগাঁয় পৌঁছবেন মমতা।

  • Link to this news (এই সময়)