• অভাবে ঘরছাড়া বালক, আর্জি স্কুলে ভর্তির
    আনন্দবাজার | ২২ নভেম্বর ২০২৫
  • শৈশবেই হারায় বাবার ‘ছায়া’। বিয়ে করে বাড়ি ছাড়েন মা-ও। পেটের টানে বছর দশেকের ছেলেটিকে বাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হয়েছিল। ঘরে ফেরার সময়ে ভুল ট্রেনে চেপে সে এসে পড়ল বাঁকুড়ায়। শিশুকল্যাণ সমিতির নির্দেশে আপাতত বাঁকুড়ার একটি হোমে ঠাঁই হয়েছে ঝাড়খণ্ডের সরাইকেল্লার ওই নাবালকের। তার আর্জি, ‘‘লেখাপড়া শিখতে চাই। আমায় স্কুলে ভর্তি করে দিন।’’

    বাঁকুড়া চাইল্ডলাইন সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ছাতনার ঝাঁটিপাহাড়ি স্টেশনে ছেলেটিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। উদ্ধার করে রাতেই তাকে চাইল্ডলাইনের কাছে দেওয়া হয়। শুক্রবার বাঁকুড়া শিশুকল্যাণ সমিতি তাকে বিষ্ণুপুরের সরকারি হোমে রাখার নির্দেশ দেয়। চাইল্ডলাইনকে বালক জানিয়েছে, চার ভাইয়ের মধ্যে সে-ই সবার ছোট। অল্প বয়সে বাবাকে হারায়। কয়েক বছর আগে মা-ও অন্যত্র বিয়ে করে চলে যান। তার পরে, চার ভাইয়ের মধ্যে দু’জন বাইরে কাজ করতে চলে যায়। এক দাদার সঙ্গে বাড়িতে থাকত সে। অভাবে পড়াশোনা বন্ধ হয়। শেষমেশ দাদার কথা মতো কাজের সন্ধানে সে বাড়ি ছাড়ে। তবে কোথায় কাজ করতে গিয়েছিল, নির্দিষ্ট করে জানাতে পারেনি ছেলেটি। শুধু জানিয়েছে, কোনও এক মেলায় বাসনের দোকানে দৈনিক ৫০ টাকা মজুরিতে কাজ করত। বাড়ির জন্য মন কেমন করায় কাজ ছেড়ে ফিরছিল ঘরে। ভুল ট্রেনে চড়ে এসে পৌঁছয় ঝাঁটিপাহাড়িতে।

    বাঁকুড়া চাইল্ডলাইনের কো-অর্ডিনেটর সজল শীল বলেন, “পারিবারিক সমস্যায় কাজের খোঁজে বাড়ি ছাড়তে হয় বলে ছেলেটি জানিয়েছে। আমরা তার পরিবারের সন্ধান শুরু করেছি।” বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মনজিৎকুমার যাদব বলেন, “ছেলেটি যে এলাকার বাসিন্দা, সেখানকার জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। পরে তাদের তুলে দেব।”
  • Link to this news (আনন্দবাজার)