সাপুড়েদের বিক্ষোভ পূর্ব বর্ধমানে, নির্যাতনের অভিযোগ বন দফতরের কর্মীদের দিকে
আনন্দবাজার | ২২ নভেম্বর ২০২৫
সাপুড়েদের উপর নির্যাতনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। শুক্রবার রমনার বাগানে বন দফতরের সামনে প্রায় ৯০ জন সাপুড়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, দিন কয়েক আগে এক জনের বাড়িতে সাপ উদ্ধার করার ঘটনায় বন দফতরের কর্মীরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বেধড়ক মারধর করেন। তাঁদের দাবি, এই ঘটনায় পুলিশও তাঁদের থেকে লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।
সাপুড়ে মনোজ মাল ও সঞ্জিত মাল জানান, কয়েক দিন আগে দেওয়ানদিঘির এক ব্যক্তির বাড়িতে সাপ দেখা দিলে, প্রথমে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। সেখানে তাঁরা পৌঁছোতে দেরি করলে, মনোজ ও সঞ্জিত সাপটি উদ্ধার করেন। কিন্তু পরে বন দফতরের নিযুক্ত কয়েক জন ব্যক্তি এসে মনোজ ও সঞ্জিতকে গালিগালাজ এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সাপুড়েদের দাবি, বর্ধমান থানায় গেলে তাঁদের কাছ থেকে অভিযোগ নেয়নি পুলিশ। এর পর তাঁরা বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার দফতরে গিয়ে লিখিত অভিযোগ জানান।
শুক্রবার বন দফতরে এসে অভিযুক্ত দফতরকর্মীদের শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান সাপুড়েরা। পূর্ব বর্ধমানের নিমো মালোপাড়ায় প্রায় ১৫০টি সাপুড়ে পরিবার থাকেন। বংশপরম্পরায় সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করলেও, বন্যপ্রাণী আইনের কারণে এখন অধিকাংশই কর্মহীন। কেউ কেউ সাপ উদ্ধারের কাজ করে কোনও ভাবে সংসার চালান। তাঁদের আক্ষেপ, “আইন মেনে আমরা আর সাপ খেলা দেখাই না। সাপ উদ্ধার করে মানুষের উপকার করি। তবুও যদি এমন নির্যাতন করা হয়, তা হলে আমরা কোথায় যাব?”
এই প্রসঙ্গে বন দফতরের রেঞ্জ অফিসার অনির্বাণ মিত্র বলেন, “ওঁরা লিখিত অভিযোগ দেবেন বলেছেন। অভিযোগ পেলেই তদন্ত করে দেখা হবে।”