• আইএসএল আয়োজন করতে চায়, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার, দু’সপ্তাহ পর আবার শুনানি
    আনন্দবাজার | ২২ নভেম্বর ২০২৫
  • আইএসএল আয়োজন করতে এ বার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টকে জানিয়ে দেওয়া হল, দেশের শীর্ষ ফুটবল লিগ আয়োজন করতে কেন্দ্র তৈরি। শুধু দু’সপ্তাহ সময় চাওয়া হয়েছে। তার পর আবার শুনানি হবে। সে দিনই আইএসএল নিয়ে যাবতীয় জট কাটবে বলে মনে করা হচ্ছে।

    এ দিন সুপ্রিম কোর্টে বিচারপতি পিএস নরসীমা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটি উঠেছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, মন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। মন্ত্রী পরিস্থিতির ব্যাপারে জানেন। আইএসএল অবশ্যই আয়োজন করা উচিত বলে তিনি মনে করেন।

    মেহতা বলেন, “কী ভাবে আয়োজন করা হবে, কারা স্পনসর হবে, কোথা থেকে অর্থ আসবে তা সরকারের উপর ছেড়ে দেওয়া হোক। সরকার নিজে থেকেই আইএসএল আয়োজন করতে আগ্রহী, যাতে আমাদের দেশের ফুটবলারদের কোনও অসুবিধা না হয়।”

    বেঞ্চের তরফে জানানো হয়, ফুটবলের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করছে এমন বার্তা যেন না ছড়ায়। মেহতা বলেন, “অবশ্যই। আমাদের আর কোনও ভূমিকা নেই।” মেহতা আরও জানান, মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, সব কিছু সরকারই করবে। সেটাও হবে ফিফার নিয়ম মেনে, যাতে কোথাও কোনও সমস্যা না হয়।

    এ দিন সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের রিপোর্ট জমা দেওয়া হয়। সেখানে আইএসএলের বাণিজ্যিক স্বত্ব পেতে ব্যর্থ হওয়ার কারণ বলা ছিল এবং কিছু প্রস্তাবও ছিল। দুই বিচারপতির বেঞ্চ জানায়, প্রস্তাবগুলি আগামী দিনে চলার পথে কাজে লাগতে পারে। আইএসএলের সঙ্গে যুক্ত সব পক্ষ একসঙ্গে বসে তা নিয়ে আলোচনা করতে পারেন। আগামী ৮ ডিসেম্বরের আগে কোনও এক দিন শুনানি ধার্য করা হয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)