• গাড়ি চালানোর সময়ে হার্ট অ্যাটাক, একের পর এক গাড়িতে ধাক্কা, মৃত ৪
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • গাড়ি চালানোর সময়েই হার্ট অ্যাটাক হলো চালকের। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারেন তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। আহত হয়েছেন আরও অন্তত চার জন। মহারাষ্ট্রের থানে এলাকার ঘটনা।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে থানের অম্বরনাথ ফ্লাইওভার এলাকায়।

    জানা গিয়েছে, সেখানকার স্থানীয় একটি ভোটের শিবসেনা দলের প্রার্থী কিরণ চৌবে ছিলেন ওই গাড়িতে। তাঁর সঙ্গে ছিলেন কয়েক জন সঙ্গী। ওই গাড়িটি চালাচ্ছিলেন তাঁর চালক লক্ষ্মণ শিন্ডে।

    সূত্রের খবর, অম্বরনাথ ফ্লাইওভার দিয়ে গাড়ি চালানোর সময়েই হার্ট অ্যাটাক হয় লক্ষ্মণ শিন্ডের। ফলে গাড়ির নিয়ন্ত্রণ আর রাখতে পারেননি তিনি। ওই গাড়িটি একাধিক গাড়ি এবং মোটর সাইকলে ধাক্কা মারে। তার পরে উল্টে যায় সেটি।

    জানা গিয়েছে, দুর্ঘটনার পরে স্থানীয়রাই ওই গাড়ির যাত্রীদের উদ্ধার করেন। আহত অবস্থায় কিরণ চৌবেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি জানিয়েছেন, গাড়ি চালনোর সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন লক্ষ্মণ। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় কিরণ চৌবে প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে তাঁর গাড়ির চালক এবং দুই সঙ্গী সুমিত চেলানি এবং শৈলেশ যাদবের। ওই গাড়ির ধাক্কায় গুরুতর হয়েছিলেন স্থানীয় পুরসভার কর্মী চন্দ্রকান্ত আনারকে। তিনি একটি মোটর সাইকেলে ছিলেন। পরে হাসপাতালে মৃত্যু হয় চন্দ্রকান্তর। চন্দ্রকান্তর দুই সঙ্গী আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

    কেন এই দুর্ঘটনা ঘটে তার তদন্ত করছে পুলিশ। তবে আধিকারিকদের ধারণা, গাড়ির চালকের হার্ট অ্যাটাক হওয়ার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

  • Link to this news (এই সময়)