• নদিয়ায় BLO-র ঝুলন্ত দেহ উদ্ধার, ‘সুইসাইড নোট’-এ নির্বাচন কমিশনকে দোষারোপ
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • নদিয়ার চাপড়ায় অস্বাভাবিক মৃত্যু বুথ লেভেল অফিসারের (বিএলও)। রিঙ্কু তরফদার (৫৪) নামে ওই বিএলও বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক ছিলেন। চাপড়া ২ নম্বর পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও ছিলেন তিনি। পুলিশ জানায়, শনিবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা রিঙ্কুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি রিঙ্কুকে মৃত ঘোষণা করেন। এর পরেই খবর দেওয়া হয় কোতয়ালি থানায়।

    পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছে। সেখানে নির্বাচন কমিশনকে দুষেছেন এই মহিলা। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পরিবারের তরফে অন্য কোনও অভিযোগ এখনও তোলা হয়নি। তবে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিএলও হিসেবে কাজ শুরু করার পরে রিঙ্কুর কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছিল বলে দাবি করেছেন তাঁরা।

    বিস্তারিত আসছে…

  • Link to this news (এই সময়)