হরমনপ্রীতকে সাম্মানিক ডি লিট দেবে যাদবপুর, ২৪ ডিসেম্বর সমাবর্তনে কে কে থাকছেন?
আজ তক | ২২ নভেম্বর ২০২৫
ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে সম্মানসূচক ডি লিট (Doctor of Letters) দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ২ নভেম্বর ভারতের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের নায়িকা হরমনপ্রীতকে সম্মানিত করতে চায় বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ ডিসেম্বর সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়। এটি নতুন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের পর প্রথম সভা। তাঁর নেতৃত্বেই ডিনদের চার সদস্যের কমিটির প্রস্তাব অনুসারে হরমনপ্রীতের নাম আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
উপাচার্য জানিয়েছেন, তিনি রাজ্যের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সি.ভি. আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাবটি অনুমোদন করিয়ে নিয়েছেন। আগামী ২৪ ডিসেম্বর হরমনপ্রীতের উপস্থিতি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় তাঁর দফতরের সঙ্গে যোগাযোগ করবে। উপাচার্য জানিয়েছেন, হরমনপ্রীত নতুন যুগের ভারতীয় মহিলা ক্রিকেটারের প্রতীক। তাঁর অবদান অসামান্য।
প্রতি বছর বার্ষিক সমাবর্তনের পাশাপাশি বিশেষ সমাবর্তন আয়োজন করা হলেও ২০১৯ সালে তৎকালীন আচার্য জগদীপ ধনখড়ের সঙ্গে প্রশাসনিক বিরোধের পর বিশেষ সমাবর্তন বন্ধ হয়ে যায়। CAA-NRC ইস্যুতে ছাত্রদের বিরোধিতার ফলে ধনখড়কে আমন্ত্রণ জানানো হয়নি। এবং এরপর থেকে বিশ্ববিদ্যালয় শুধু বার্ষিক সমাবর্তন করে আসছিল। এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বিশেষ সমাবর্তন আয়োজন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
সমাবর্তনে আমন্ত্রণ জানানো হবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস. সোমনাথ, আইআইটি খড়গপুরের পরিচালক ও যাদবপুরের প্রাক্তনী সুমন চক্রবর্তী। ভারতীয় ক্রিকেটে নারীদের উত্থানের স্বীকৃতি হিসেবে হরমনপ্রীত কৌরের এই সম্মান, যা নারী ক্রীড়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।