‘হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না’, মন্তব্য মোহন ভাগবতের
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুরা না থাকলে পৃথিবীর অস্তিত্বও থাকবে না। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। মণিপুরে গিয়ে এক জমায়েতে বক্তব্য রাখছিলেন তিনি। সেখানেই এমন কথা বলতে শোনা গেল তাঁকে।
এদিন মোহন বলেন, ”পৃথিবীর প্রতিটি জাতিই নানা ধরনের পরিস্থিতি দেখেছে। গ্রিস), মিশর, রোমের মতো বহু সভ্যতা পৃথিবীর বুক থেকে বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সভ্যতার মধ্যে এমন কিছু আছে, যার বলে আমরা এখনও টিকে আছি। ভারতবর্ষ এক অমর সভ্যতার নাম… আমরা আমাদের সমাজে এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছি যার মাধ্যমে হিন্দুরা সর্বদাই এখানে থাকবে। হিন্দুরা যদি অস্তিত্ব হারিয়ে ফেলে তবে পৃথিবীও অস্তিত্বহীন হয়ে যাবে।”
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর মণিপুরে এসেছেন মোহন ভাগবত। ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেতেই-কুকি সংঘর্ষে এযাবৎ ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। কিছুদিন আগেই, দীর্ঘ বিতর্কের পর মণিপুরে পা রাখেন মোদি। চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবার সেখানে গিয়েছেন আরএসএস প্রধান। তিনদিনের সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এই সফরে রাজ্যের সাধারণ মানুষের পাশাপাশি উদ্যোগপতি এবং বিভিন্ন উপজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গেও দেখা করছেন তিনি।
বিজেপি-র রাজনীতির পিছনে মূল মতাদর্শগত সংস্থা আরএসএস। সংঘ প্রধান শেষবার ২০২২ সালে মণিপুর সফরে আসেন। মণিপুরের বিভিন্ন গোষ্ঠীর অভিযোগ, রাজ্যের দুই বছরব্যাপী সংঘর্ষের পিছনে হাত রয়েছে আরএসএস-এর। মূলত মেতেইরা এই অভিযোগ তোলে। অন্যদিকে, সরকারের সঙ্গে আলোচনা করে জাতীয় সড়ক খুলে দেয় কুকিরা। এই অবস্থায়, বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর রাজনৈতিক ও সামাজিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।