• ইকোপার্কের সামনে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডার টপকে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম ৭
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিধাননগরের নিউটাউনে। বেপরোয়া গতিতে ছুটে আসা গাড়ি ধাক্কা মারে বাইক আরোহী-সহ একাধিক সাধারণ মানুষকে। ওই গাড়িটি ডিভাইডারেও ধাক্কা মারে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে আটক করেছে।

    ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার সকালে নিউটাউনের ইকোপার্ক চার নম্বর গেটের সামনে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গাড়িটি বিশ্ব বাংলা গেটের দিক থেকে আকাঙ্খা মোড়ের দিকে যাচ্ছিল। প্রবল গতিতে ওই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডিভাইডারে ধাক্কা মারে। তারপরও গাড়িটি থামানো যায়নি। ওই ডিভাইডার টপকে পাশের অ্যাপ্রোচ রোডে চলে আসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।

    অদূরে বাসস্টপে কয়েকজন সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন। প্রথমে ওই গাড়িটি একটি বাইকে ধাক্কা মারে। সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন বাইকআরোহী। এরপর এক মহিলা-সহ আরও ছয়জনকে ধাক্কা মারে ওই গাড়িটি। আশপাশ থেকে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ী থেকে স্থানীয়রা। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওই গাড়ির চালকও জখম হয়েছেন। তিনি গাড়ি থেকে নেমে এক জায়গায় ফুটপাতে বসে থাকেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ওই চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালক ও ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে।

    ওই গাড়িতে চালক একাই ছিলেন বলে খবর। গাড়িটি কি অনেক গতিতে চালানোর জন্য একসময় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি? নাকি গাড়িটি ব্রেকফেল করেছিল? সেসব বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)