• ২ দশকে প্রথমবার স্বরাষ্ট্র দপ্তর হাতে নেই নীতীশের, দায়িত্বে বিজেপির সম্রাট
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • ২ দশকের মুখ্যমন্ত্রিত্বে এই প্রথমবার বিহারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিজের হাতে নেই নীতীশ কুমারের। বিজেপির হাতে গেল বিহারের স্বরাষ্ট্র দপ্তর। আগের সরকারে অর্থদপ্তর ছিল জোট শরিক বিজেপির হাতে, এ বার সেই দপ্তরের ভার এল নীতীশের জেডিইউয়ের হাতে।

    আপাতদৃষ্টিতে এটিকে রুটিনমাফিক দপ্তর অদলবদল মনে হলেও বিষয়টি তা নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আগের সরকারের মতো এ বারও উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী। তবে তাঁর হাতে দায়িত্ব এ বার অনেক বেশি। কারণ, এ বার স্বরাষ্ট্র দপ্তর রয়েছে তাঁর হাতে। রাজ্য প্রশাসন চালাতে এই দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ পরিচালনার ক্ষমতা, আইন-শৃঙ্খলা এবং গোয়েন্দা বিভাগ থাকে স্বরাষ্ট্র দপ্তরের হাতে। ফলে রাজ্য প্রশাসনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণেই সাধারণত অধিকাংশ রাজ্যের ক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র দপ্তর থাকে। বিহারেও তাই ছিল। তবে এ বার সেই নিয়ম ভাঙল। স্বরাষ্ট্র দপ্তর হাতে আসায় বিজেপির মধ্যেও গুরুত্ব বাড়ল সম্রাট চৌধুরীর। অন্য উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার থেকেও কার্যত ক্ষমতা বেশি হলো সম্রাটের। বিজয় সিনহার হাতে রয়েছে জমি ও রাজস্ব দপ্তর এবং খনি দপ্তর।

    দপ্তরের গুরুত্ব বিচার করলে এনডিএ-র শরিক বিজেপির হাতে একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর এসেছে। সেই তালিকায় রয়েছে স্বাস্থ্য, আইন, শিল্প, নগরোন্নয়ন ও আবাসন, কৃষির মতো দপ্তর। এরই সঙ্গে রইল স্বরাষ্ট্র দপ্তর।

    রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, বিহারে স্বরাষ্ট্র দপ্তর হাতে রেখে আদতে প্রশাসনের রাশ নিজেদের হাতে রাখল বিজেপি। সাধারণত যে যে রাজ্যে এনডিএ সরকার রয়েছে এবং শরিকদের মধ্যে বিজেপির আসন বেশি রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর পদে বিজেপির কেউ বসেছেন। বিহারের ক্ষেত্রে বিষয়টি তেমন হয়নি। এ রাজ্যে এনডিএর মুখ ছিলেন নীতীশ। তাই তাঁর বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হলো না। কিন্তু সম্রাট চৌধুরীর হাতে স্বরাষ্ট্র দপ্তর দিয়ে রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণের ক্ষমতা আদতে নিজের হাতে নিল বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল

  • Link to this news (এই সময়)