বামনগাছি স্টেশনে অবশেষে থামল এসি বনগাঁ লোকাল। বহু কাঠখড় পুড়িয়ে এই ট্রেন পেয়েছেন বামনগাছির যাত্রীরা। প্রায় তিন মাসের অপেক্ষার পর বামনগাছি স্টেশনে শনিবার এসি বনগাঁ লোকাল থামে। উচ্ছ্বাসে ফেটে পড়েন যাত্রীরা। ট্রেনের সামনে রীতিমতো নারকেল ফাটিয়ে, গাঁদা ফুলের মালা পরিয়ে নতুন স্টপেজে স্বাগত জানানো হয় এসি লোকালকে। স্টেশন চত্বরে থিক থিক করছিল যাত্রীদের ভিড়। সেলফি তুলতে ব্যস্ত সকলে।
শিয়ালদহ-বনগাঁ শাখায় চালু হয়েছে এসি লোকাল ট্রেন। কিন্তু এই শাখার সব স্টেশনে এসি লোকাল থামে না। এতদিন সেই তালিকায় ছিল বামনগাছি স্টেশনও। তা নিয়ে বেশ কয়েক দিন ধরেই ক্ষোভ দেখা যায় সেখানকার যাত্রীদের মধ্যে। রীতিমতো গণসাক্ষর অভিযানে নামেন রেলযাত্রীরা ও প্যাসেঞ্জার কমিটি। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হলো।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ রেলের তরফে সার্কুলার জারি করা হয়, শনিবার থেকেই বামনগাছি স্টেশনে থামবে রানাঘাট ভায়া শিয়ালদহগামী এসি লোকাল। এ দিন এসি বনগাঁ লোকাল প্রথমবারের জন্য বামনগাছি স্টেশনে ঢুকতেই বেলুন ও ফুলে সাজানো স্টেশন প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। যাত্রীরা ট্রেনের চালককে মিষ্টি ও ফুল দিয়ে স্বাগত জানান। এর পরে রেললাইনে নারকেল ফাটিয়ে ও পুজো দিয়ে ট্রেনটি শিয়ালদহের উদ্দেশে রওনা দেয়।