• SIR কী জানেনই না আদিবাসীরা, মাঠে নামলেন ছাতনার BDO
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • বাঁকুড়ার প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত গ্রাম। SIR বিষয়টি ঠিক কী? বুঝতেই পারছেন না গ্রামের বাসিন্দারা। এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে বেগ পেতে হচ্ছিল স্থানীয় BLO-দের। অসহায়তার কথা তুলে ধরা হয় BDO সৌরভ ধল্লকে। অবশেষে ফর্ম পূরণের জন্য মাঠে নামলেন তিনি নিজেই।

    বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পঞ্চায়েত এলাকায় একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম বাগডিয়ার। ফর্ম ফিলআপ তো দূরের ব্যাপার, অনেক ঘরেই পৌঁছয়নি শিক্ষার আলো। দিন আনা দিন খাওয়া মানুষগুলো পড়েছেন বেজায় সমস্যায়। কমিশনের নির্দেশে গ্রামে গিয়েও কাজ করতে গিয়ে অসুবিধায় পড়েছিলেন স্থানীয় BLO-রা। অনেকে বুঝতেই পারছেন না SIR বিষয়টি কী? কেন এটা করা প্রয়োজনীয়? কী তথ্য দিতে হবে? অথৈ জলে পড়েন BLO।

    খবর পেয়ে গ্রামে হাজির ছাতনার বিডিও সৌরভ ধল্ল ও ব্লকের বিভিন্ন আধিকারিক। বিডিও সৌরভ বলেন, ‘যে যে এলাকায় শিক্ষার হার কম, আমরা ব্লক স্তরের আধিকারিকরা সেই গ্রামে যাচ্ছি। এখান থেকে ফর্ম পূরণের কাউন্ট খুব কম হচ্ছিল। সেই কারণে আমরা নিজেরা গিয়ে মানুষকে বুঝিয়ে দ্রুত যাতে এই কাজটা করা যায়, সেই চেষ্টা করছি।’ গ্রামের বাসিন্দা বলেন, ‘আজকে বিডিও সাহেব এসেছেন। উনি আমাদের অনেকটাই সহায়তা করছেন। আমরা এতে খুব খুশি।

    উল্লেখ্য, ৪ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম জমা দিয়ে অনলাইনে তথ্য আপলোডের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যে যে এলাকায় SIR-এর কাজ কিছুটা থিতিয়ে রয়েছে, সেখানে বাড়তি নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের। এ ব্যাপারে সংশ্লিষ্ট জায়গায় ডিএম, এসডিওদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)