কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় BLO-এর ‘আত্মহত্যা’র ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর। SIR-এর জন্য আর কত প্রাণ যাবে, প্রশ্ন তুলে শনিবার এক্স হ্যান্ডলে পোস্ট করেন মমতা। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘আর কত মৃত্যু আমাদের দেখতে হবে?’
নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ছিলেন রিঙ্কু তরফদার। পার্শ্বশিক্ষিকা ছিলেন তিনি। SIR-এ চাপড়া-২ পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের BLO হিসেবে কাজ করছিলেন। শনিবার সকালে তাঁর ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। তাঁর দেহের পাশ থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী।’ যা নিয়ে তোলপাড় শুরু হয়।
এর পরেই মুখ্যমন্ত্রী একটি পোস্ট করে লেখেন, ‘আরও এক BLO-এর মৃত্যুতে বাকরুদ্ধ। তিনি সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে গিয়েছেন। আর কত জনকে আমাদের হারাতে হবে? SIR-এর জন্য আর কত মৃত্যু দেখতে হবে? এই প্রসেসের জন্য আর কত মৃতদেহ আমরা দেখব? বিষয়টি অ্যালার্মিং।’
সূত্রের খবর, রিঙ্কুর মৃত্যুর প্রকৃত কারণ জানতে চেয়ে নদিয়ার জেলাশাসক তথা DEO-এর কাছে রিপোর্ট তলব করেছেন CEO। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে।
এর আগে জলপাইগুড়ির মালবাজারে শান্তিমুনি এক্কা নামে এক BLO-এর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, সেই ঘটনায়ও জলপাইগুড়ির জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সেখানেও কাজের চাপ না নিতে পারার অভিযোগ তোলেন বাড়ির লোকেরা।
পূর্ব বর্ধমানের মেমারিতে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু হয় আরও এক BLO নমিতা হাঁসদার। তিনি মেমারির চক বলরামপুরের ২৭৮ নম্বর বুথের BLO ছিলেন। তাঁর পরিবারও অতিরিক্ত কাজের চাপের অভিযোগ তুলেছিল। শুধু এ রাজ্যেই নয়, কেরালা, গুজরাট, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতেও SIR-এর চাপ সহ্য করতে না পেরে BLO-এর আত্মহত্যার অভিযোগ উঠেছে।