• হাত বাড়ালেই সাহায্য, প্রবীণদের জন্য পুলিশের ‘আশ্বাস’ কর্মসূচি
    বর্তমান | ২২ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা উলুবেড়িয়া : ‘বন্ধু’ পুলিশ। কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে আরও ‘মানবিক’ হওয়ার উপরে বারবার জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী গত কয়েক বছরে রা.জে্যে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এবার প্রবীণ নাগরিকদের নিঃসঙ্গতা কাটাতে এগিয়ে এল পুলিশ। তাঁদের পাশে থাকার বার্তা দিতে শুরু হল ‘আশ্বাস’ কর্মসূচি। সৌজন্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। শনিবার এই কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পুলিশের সুপার সুবিমল পাল।

    ‘আশ্বাস’ কর্মসূচির সুবিধা কী? জেলা পুলিশ সূত্রে খবর, এর আওতায় একটি নির্দিষ্ট হেলপলাইন নম্বর চালু হয়েছে। বয়স্ক নাগরিকরা সেখানে ফোন করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। সঙ্গে সঙ্গে সেই নাগরিকের বাড়িতে সাহায্য করতে পৌঁছে যাবেন পুলিশ সদস্যরা।

    পুলিশের এই উদ্যোগে স্বভাবতই খুশি প্রবীণ নাগরিকরা। তাঁদের বক্তব্য, ‘এর ফলে এখন থেকে নতুন করে মনে সাহস পেলাম।’
  • Link to this news (বর্তমান)