বৃহস্পতিবারের পর ফের আজ মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা। মহাত্মা গান্ধী স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ মারেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঘটনার জেরে দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। তবে ভাঙা পথে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলছে।