• SIR-কে চ্যালেঞ্জ করে একাধিক মামলা, কমিশনের মত জানতে চেয়ে নোটিস সুপ্রিম কোর্টের
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কেরল, উত্তরপ্রদেশ-সহ অন্যান্য রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন কয়েকটি মামলায় কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। বাংলা-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া।

    ইতিমধ্যেই বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্য, রাজনৈতিক দল যার বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের। পরবর্তীতে একে একে আদালতে এসেছে কেরল, সেই রাজ্যের সিপিএম-সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল সেই মামলা। মূলতঃ এসআইআর-এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়েই দায়ের হয়েছে নতুন এই আবেদনগুলি। সেই সব আবেদনের প্রেক্ষিতেই এবার কমিশনের মতামত জানতে চেয়েছে শীর্ষ আদালত।

    এদিন সেই মামলাগুলি শুনতে সম্মতি জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৬ নভেম্বর। তবে শুধু কেরল সরকার নয়, উত্তরপ্রদেশের বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়াও এসআইআর স্থগিতের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই মামলাতেও নির্বাচন কমিশনের জবাব চেয়েছেন বিচারপতিরা। তবে এই মামলায় শুনানির তারিখ এখনও ঠিক হয়নি।
  • Link to this news (প্রতিদিন)