• উত্তরপ্রদেশে শুরু হল ‘খাদি মহোৎসব’, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ যোগীর
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশ সরকার গ্রামীণ অর্থনীতিকে মজবুত করে তুলতে খাদি শিল্পের নতুন বাজার গড়তে উদ্যোগী হয়েছে। এই উপলক্ষ্যে গোমতী নগরের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটিতে ১০ দিনব্যাপী খাদি গ্রামীণ শিল্প মহোৎসব ২০২৫ শুরু হয়েছে।

    শুক্রবার এই উৎসবের উদ্বোধন করেন খাদি ও গ্রাম শিল্প মন্ত্রী রাকেশ সচন। দেশীয় পণ্য প্রদর্শনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভরতা বাড়াতে এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে খাদি, গ্রাম শিল্প ও হস্তশিল্পের উন্নতিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ODOP, PM FME প্রভৃতি প্রকল্পের মাধ্যমে হাজার হাজার যুবক গত কয়েক বছরে চাকরি পেয়েছেন। সেই সুযোগকে আরও বড় করে মেলে ধরতে এই প্রদর্শনী। মানুষের মধ্যে খাদি শিল্পের আগ্রহ বাড়াতে ও বাজার সম্প্রসারণে এই উদ্যোগ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

    এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার ১৬০-টিরও বেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। প্রদর্শনীতে সাহারানপুরের আসবাবপত্র, ভাদোহির কার্পেট, বারাণসীর বেনারসি সিল্ক শাড়ি, প্রতাপগড়ের আমলা পণ্য এবং লখনউয়ের মাটির শিল্পকলা সহ বহু ঐতিহ্যবাহী পণ্য স্থান পেয়েছে।

    অনুষ্ঠানে সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি, সরকার নির্বাচিত উপভোক্তাদের মধ্যে কাগজের বাটি তৈরির মেশিন, পপকর্ন মেশিন, মধু বাক্স প্রভৃতি উপহার দেওয়া হয়। এই সরঞ্জামগুলি গ্রামীণ ক্ষুদ্র শিল্পকে উৎসাহ দেবে। একই সঙ্গে স্থানীয় যুবকদের মধ্যে স্ব-উদ্যোগের আগ্রহ বাড়াবে।
  • Link to this news (প্রতিদিন)