বিহারে এনডিএ সরকারকে সমর্থনে রাজি! বড়সড় ঘোষণা ওয়েইসির, চাপালেন শর্তও
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থন করতে পারে আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম! ওয়েইসি নিজেই সেই ইঙ্গিত দিলেন। বলে দিলেন, শুধু একটি শর্ত মানলেই নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারকে সমর্থনে রাজি এআইএমআইএম। যে সরকারের চালিকাশক্তি আবার বিজেপি।
আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, পুর্ণিয়া। বাংলা লাগোয়া বিহারের এই চার জেলা একসঙ্গে সীমাঞ্চল নামে পরিচিত। বিহারের সংখ্যালঘুদের একটা বড় অংশ এই এলাকার বাসিন্দা। সীমাঞ্চলে মোট ২৪ আসন। অধিকাংশ আসনেই মুসলিম ভোট বড় ফ্যাক্টর। বিহারে মহাজোটের বড় ভরসার জায়গা ছিল এই সীমাঞ্চল এলাকা। কিন্তু ভোটের ফল দেখা গেল সীমাঞ্চল থেকে ধুয়েমুছে সাফ মহাজোট। পদ্ম ফুটেছে। নীতীশের তিরও কাজ করেছে। উড়েছে ওয়েইসির ঘুড়িও। কিন্তু আরজেডি-কংগ্রেসের হাতে হ্যারিকেন।
২০২০ সালে এই এলাকায় বড় শক্তি হিসাবে উঠে আসে AIMIM। পাঁচটি আসনে জেতে আসাদউদ্দিন ওয়েইসির দল। একাধিক আসনে দ্বিতীয় হয় তারা। মহাজোট এবং মিমের ভোট কাটাকাটিতে বিজেপি ৮ এবং জেডিইউ ৪ আসনে জিতে যায়। মহাজোটের তরফে কংগ্রেস পাঁচটি, বামেরা এবং আরজেডি একটি করে আসন জেতে। এবার এই ফলাফল বদলে যাবে বলে আশায় বুক বাঁধছিল বিরোধী শিবির। বিশেষ করে SIR-এর পর কংগ্রেস যেভাবে ভোটচুরি ইস্যুতে আসরে নেমেছিল, তাতে মুসলিম সমাজ তাদের সমর্থন করবে বলেই আশা করছিলেন হাত শিবিরের ভোট ম্যানেজাররা। কিন্তু শেষ পর্যন্ত সীমাঞ্চলের ২৪ আসনের মধ্যে মহাজোট শিবিরের প্রাপ্তি স্রেফ ১। এনডিএ জিতেছে ১৮ আসনে। ওয়েইসি জিতছেন ৫ আসনে। ওয়েইসি এখন বলছেন, নীতীশ কুমার যদি এই উপেক্ষিত সীমাঞ্চলের উন্নয়নে জোর দেন, তাহলেই তিনি নীতীশ সরকারকে সমর্থনে রাজি। তিনি বিহারের এক সভায় সাফ বলেছেন, “আমরা নীতীশ কুমারকে সমর্থন করতেই পারি। সেজন্য সীমাঞ্চলকে সুবিচার দিতে হবে।” ওয়েইসির প্রশ্ন, “আর কতদিন সবকিছু পাটনা বা রাজগীর কেন্দ্রিক হবে? সীমাঞ্চলে ধস, পরিযায়ী শ্রমিক, দুর্নীতির মতো ইস্যুর সমস্যায় সরকারকে নজর দিতে হবে।”
আসাদউদ্দিন ওয়েইসি এবং তাঁর দল এআইএমআইএম। বিরোধীরা তাদের বিজেপির বি টিম বলে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ওয়েইসি মুসলিম অধ্যুষিত এলাকায় প্রার্থী দিয়ে জোরকদমে প্রচার করেন। তাতে সংখ্যালঘু ভোটের ভাগাভাগিতে আসলে লাভ হয় বিজেপির। বিজেপির বি টিম তকমা ঘোচাতে এবারের নির্বাচনের আগে মহাজোটে নাম লেখাতে চেয়েছিলেন ওয়েইসি। কিন্তু শেষপর্যন্ত আরজেডি-কংগ্রেস তাঁকে জোটে নেয়নি। এবার খোলাখুলি নীতীশ কুমারকে সমর্থনের ইঙ্গিত দিলেন। তাতে অবশ্য ওই বিজেপির বি টিম তকমা আরও জাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে।