সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার গোটা দেশ শিউরে উঠেছিল দুবাইয়ের আল মাকতৌম আন্তর্জাতিক বিমানবন্দরে তেজস যুদ্ধবিমানের আছড়ে পড়ার দৃশ্য দেখে। পরে জানা যায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট নমনশ সায়লের। এই পরিস্থিতিতে সংবাদ সংস্থার কাছে নিজের পুত্রের মর্মান্তিক পরিণতি নিয়ে মুখ খুললেন বাবা জগন্নাথ সায়ল। জানালেন, ইউটিউবে এয়ার শোয়ের ভিডিও দেখতে দেখতেই ছেলের মৃত্যুসংবাদ পান তিনি। নমনশই তাঁকে ভিডিওগুলি দেখতে বলেছিলেন।
জগন্নাথ হিমাচলপ্রদেশের এক স্কুলের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল। তিনি জানিয়েছেন, ছেলে নমনশ বাবাকে জানিয়েছিলেন টিভি ও ইউটিউবে এয়ার শো দেখতে। শুক্রবার সন্ধ্যায় তিনি ফোনে স্ক্রল করতে করতে ইউটিউবে এয়ার শোয়ের ভিডিও দেখছিলেন। আচমকাই তাঁর চোখে পড়ে তেজসের এক পাইলটের মৃত্যু হয়েছে। ক্রমে জানতে পারেন মৃত পাইলটই তাঁর পুত্র। যদিও জানা গিয়েছে, সরাসরি তাঁকে কেউ তা জানায়নি। কিন্তু যেভাবে তাঁর বাড়িতে বায়ুসেনা অফিসাররা আসছিলেন, তা থেকেই তিনি বুঝতে পারেন কোন নির্মম সত্যির মুখে পড়তে হয়েছে তাঁকে।
গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। শেষ মুহূর্তে পাইলট বিমান থেকে বের হতে পারেননি বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, দু’বছরেরও কম সময়ে এই নিয়ে দ্বিতীয় বার দুর্ঘটনার কবলে পড়ল তেজস যুদ্ধবিমান। গত বছরের মার্চে রাজস্থানের জয়সলমেঢের কাছে ভেঙে পড়েছিল একটি তেজস। সেবার অবশ্য শেষমুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন পাইলট।