• নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচার! কর্নাটকে গ্রেপ্তার দুই ‘পাক-চর’
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের রণতরী এবং নৌসেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সম্প্রতি কর্নাটকের উদুপি  থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম রোহিত (২৯) এবং সানত্রী (৩৭)। তাঁরা উত্তরপ্রদেশের সুলতানপুরের বাসিন্দা।

    পুলিশ সূত্রে খবর, কেরলে কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কাজ করতেন রোহিত। তারপর সেটা ছেড়ে বর্তমানে কর্নাটকে একটি জাহাজ সংস্থায় কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, কেরলে থাকাকালীন তিনি কোচিন শিপইয়ার্ড এবং ভারতীয় নৌসেনার গোপন তথ্য হোয়াটসঅ্যাপ মারফত পাকিস্তানে পাচার করতেন। শুধু তাই নয়, বর্তমানে কর্নাটকে থাকাকালীনও তিনি সেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাঁর এই কার্যকলাপ প্রথম নজরে আসে উদুপি কোচিন শিপইয়ার্ডের সিইও-র। এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতেই রোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিতকে জিজ্ঞাসাবাদ করেই সানত্রীর ব্যাপারে জানা যায়। সানত্রীকে একাধিকবার মেসেজ করেছিলেন রোহিত। এমনকী কিছু গোপন তথ্য তাঁর হাতেও তিনি তুলে দিয়েছেন বলে অভিযোগ। তবে গোটা এই চক্রে সানত্রীর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে রোহিতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ রয়েছে, কি না সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)