• ভারতের নতুন লজিস্টিকস গেটওয়ে উত্তরপ্রদেশ! যোগীর নেতৃত্বে বিশ্বমানের মাল্টি-মোডাল হাব
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ ভারতের প্রধান লজিস্টিক হাব হিসেবে গড়ে উঠতে চলেছে। তাঁর নেতৃত্বে রাজ্যে এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর এবং মাল্টি-মোডাল লজিস্টিকস পার্কের মতো বিশ্বমানের পরিকাঠামো তৈরি হচ্ছে।

    জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাদরি লজিস্টিকস হাবের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি পরিবহন ব্যবস্থায় দারুণ প্রভাব ফেলেছে । এর ফলে সড়ক, রেল ও আকাশপথে নির্বিঘ্নে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফলে, রাজ্যে বিনিয়োগ ও শিল্প সম্ভাবনা বাড়ছে।

    উত্তরপ্রদেশের অর্থনীতিকে জোরদার করতে দাদরির মাল্টি-মোডাল লজিস্টিকস পার্ক বড় ভূমিকা নিতে চলেছে। এটি ‘ইউপি মাল্টি-মোডাল লজিস্টিকস পার্ক পলিসি ২০২৪’-এর অধীনে তৈরি হচ্ছে।

    এই পার্কের প্রধান সুবিধা হল এর অবস্থান। এটি জেওয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। এছাড়াও এটি ডেডিকেটেড ফ্রেট করিডরের সঙ্গে যুক্ত। ফলে, পরিবহণ খরচ ও সময় দু’দিক থেকেই সুবিধা রয়েছে। গত কয়েক বছরে উত্তরপ্রদেশ জাতীয় ও আন্তর্জাতিক শিল্পপতিদের পছন্দের গন্তব্য হয়ে উঠেছে।

    এই প্রকল্প রাজ্যে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করবে। যুবকদের ডিজিটাল কার্গো হ্যান্ডলিং ও ওয়্যারহাউস অটোমেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগ রিয়েল এস্টেট, হোটেল এবং বাণিজ্যিক পরিকাঠামোতেও গতি আনবে। দাদরি খুব দ্রুত এক শক্তিশালী অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে চলেছে। এই প্রকল্প রপ্তানিকে ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে বিশেষ ভাবে সাহায্য করবে।
  • Link to this news (প্রতিদিন)