SIR-এর কাজের চাপ! এবার মধ্যপ্রদেশে মৃত্যু ২ বিএলও-র
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআর-এর কাজের চাপে ফের বিএলও মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। মৃতদের নাম রমাকান্ত পাণ্ডে এবং সীতারাম গন্ড। তাঁরা যথাক্রমে রাইসেন এবং দামোহ জেলায় কর্মরত ছিলেন।
সূত্রের খবর, রমাকান্ত পেশায় ছিলেন একজন শিক্ষক। সুলতানপুর এলাকায় একটি স্কুলে কর্মরত ছিলেন। পাশাপাশি, মন্দিদীপ এলাকায় বিএলও হিসাবেও তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর মধ্যরাতে তাঁর মৃত্যু হয়। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগ, এসআইএর-এর কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন তিনি। এর জেরেই তাঁর মৃত্যু হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
অন্যদিকে, সীতারামও পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি রানজ্রা গ্রামের বিএলও হিসাবেও তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে এনুমারেশন ফর্ম ভরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর-এর কাজের চাপে বেশ কিছুদিন ধরেই তিনি বিচলিত ছিলেন। তার ফলেই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।