সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও বিপাকে নীরব মোদি। এবার ঋণখেলাপি ব্যবসায়ীর প্রিয় গাড়িও নিলামে উঠবে। এ পর্যন্ত ইডি নীরবের যে যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেগুলির মধ্যে ছিল গোটা তিনেক গাড়িও। যার সম্মিলিত মূল্য ১ কোটি টাকারও বেশি। দীর্ঘদিন ধরেই সেই গাড়িগুলি নিলামের আর্জি জানিয়ে আসছিল ইডি। অবশেষে সেই অনুমতি দিয়ে দিল আদালত।
নীরবের বাজেয়াপ্ত গাড়িগুলি হল Skoda Superb Elegance যার দাম সাড়ে ৭ লক্ষ টাকা। Mercedes Benz 4Matic FL 350 CDI, যার দাম ৫৪ লক্ষ টাকা। Mercedes-Benz GLE250, যার দাম ৩৯ লক্ষ টাকা। সব মিলিয়ে যার দাম প্রায় ১ কোটি। কিন্তু ৩টি গাড়ির মধ্যে দুটি নিলামের অনুমতি দিয়েছে মুম্বইয়ের বিশেষ আদালত। ইডির দাবি ছিল, বাজেয়াপ্ত হওয়ার পর থেকেই গাড়িগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে। এভাবে এগুলির দামই শুধু কমছে। তাই অবিলম্বে সেগুলি নিলামে তোলার অনুমতি দেওয়া হোক। সেই যুক্তি মেনে অনুমতি দিয়েছে আদালত। তবে নিলাম থেকে প্রাপ্ত টাকা আপাতত রাখতে হবে ফিক্সড ডিপোজিটে।
উল্লেখ্য, পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। একইভাবে পালিয়ে গিয়েছিলেন তাঁর আত্মীয় মেহুল চোকসিও। এরপর ২০১৯ সালের ১৪ মার্চ লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে গ্রেপ্তার হন নীরব মোদি। প্রায় বছরখানেক আগেই আদালতে তিনি জানান, ”আমার সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। আইনজীবীর ফি দেওয়ারও সামর্থ্য নেই।” সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করতে দেখা যায় তাঁকে। এদিকে ক্রমশ কোণঠাসা হচ্ছেন নীরব। কিছুদিন আগেই তাঁর একটি ফ্ল্যাট বিক্রির অনুমতি দিয়েছে আদালত। এবার আরও সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তবে নীরব মোদি লন্ডনে থেকেই বিভিন্ন আইনি প্রক্রিয়ায় তাঁর সম্পত্তি দ্রুত বিক্রির প্রক্রিয়ায় বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। ব্রিটিশ সরকারের সঙ্গে নীরবের প্রত্যর্পণ নিয়ে আলোচনা চালাচ্ছে কেন্দ্র।