• ‘সৌজন্যবোধ শিখুন’, ট্রাম্প-মামদানির সাক্ষাতের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে খোঁচা ‘বেসুরো’ থারুরের
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই তাঁরা একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। রাজনৈতিক মঞ্চের যুযুধান দুই প্রতিপক্ষ এবার পাশাপাশি। শুক্রবার ওভাল অফিসে বৈঠক করেছেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁদের বৈঠকের ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই পরিস্থিতিতে ট্রাম্প-মামদানির প্রসঙ্গ তুলে নিজের দলকেই খোঁচা দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

    শনিবার তিনি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘গণতন্ত্রে এভাবেই কাজ করা উচিত। নির্বাচনের সময় নিজের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে আবেগের সঙ্গে লড়াই করা উচিত। কিন্তু জনতার রায় বেরোনোর পর মানুষের স্বার্থে একে অপরকে সহযোগীতা করা উচিত। এভাবেই সৌজন্যবোধ বজায় রাখা শিখুন। জাতির সেবা করার জন্য প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। আমি চাই ভারতেও এরকম পরিবেশ তৈরি হোক। আমি আমার ভূমিকা পালন করছি।’ রাজনৈতিক মহলের একাংশের মতে, থারুর তাঁর এই মন্তব্যের মাধ্যমে আসলে কংগ্রেসকেই খোঁচা দিয়েছেন।

    প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের পর থেকেই বিভিন্ন সময়ে মোদির প্রশংসা করেছেন থারুর। ভারত-পাক সংঘর্ষবিরতির পর কংগ্রেস নেতাদের বলতে শোনা গিয়েছিল, সবাই ইন্দিরা হতে পারে না। সেই পরিস্থিতিতে থারুর কার্যত কংগ্রেসের অবস্থানের উলটো দিকে দাঁড়িয়ে মোদিকেই সমর্থন করেন। দাবি করেন, ১৯৭১ আর ২০২৫ এক নয়। দু’টো সময়ের মধ্যে তফাত রয়েছে। যদিও কংগ্রেস নেতাদের তরফ থেকে থারুরের এই বক্তব্যের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এরই মধ্যে সম্প্রতি মোদির ফের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন থারুর। বস্তুত, কয়েকমাস ধরেই বেসুরো বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ। একের পর এক মন্তব্যে তিনি নিজেই যেন কংগ্রেস ত্যাগের জল্পনা উসকে দিচ্ছেন। এবার নিজের দলকেই ফের খোঁচা দিলেন থারুর।
  • Link to this news (প্রতিদিন)