• শীতের কামব্যাক, কমল কলকাতার তাপমাত্রা, বঙ্গে কবে জাঁকিয়ে ঠান্ডা?
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য নামল। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল সক্রিয় হচ্ছে বলে খবর। ফলে শীতের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে প্রাথমিক মত আবহবিদদের। আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। গতকাল, শুক্রবারের থেকে তাপমাত্রার পারদ সামান্য নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে থাকবে বলে খবর। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে? সেই প্রশ্ন উঠছে। 

    আজ, শনিবার বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ, সর্বনিম্ন তাপমাত্রা ৪২ শতাংশ। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকছে। তবে বেলা বাড়লে সেই কুয়াশা কেটে রোদের দেখা মিলবে। মেঘমুক্ত আকাশ থাকবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার খুব একটা বেশি হেরফের হবে না বলে জানানো হয়েছে। নভেম্বরের শুরু থেকে বঙ্গে শীতের প্রভাব দেখা যাচ্ছিল। ক্রমশ তাপমাত্রার পারদ নামতে থাকে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে থাকে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব এখনও ভালোই থাকবে বলে খবর। উত্তরের পার্বত্য জেলাগুলিতেও শীতের প্রভাব ভালোই অনুভব হচ্ছে বলে খবর।

    হাওয়া অফিস সূত্রে আরও খবর, শীত আগমনের পথে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়া। দক্ষিণবঙ্গে আগত শীতল বাতাসের পথ আটকে দাঁড়াচ্ছে এই জোড়া ফলা। আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে ওই অঞ্চলে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ওই অঞ্চলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ওই ঘূর্ণাবর্তের প্রভাব দক্ষিণবঙ্গে তেমনভাবে পড়বে না বলেই প্রাথমিকভাবে জানানো হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)