• পরকীয়ায় জড়িত সন্দেহে রাস্তায় স্ত্রীকে পরপর কোপ! গ্রেপ্তার স্বামী
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে, তেমনই সন্দেহ করেছিলেন স্বামী! সেই সন্দেহের বশে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপালেন যুবক! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালে। জখম ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। শনিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিপুর বাজার এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জখম ওই তরুণীর নাম পায়েল গোপ। অভিযুক্তের নাম পিন্টু গোপ। ছোড়া গ্রামের বাসিন্দা পিন্টুর সঙ্গে বছর আটেক আগে বিয়ে হয় খান্দরা পঞ্চায়েতের সিদুলির বাসিন্দা পায়েলের। দম্পতির রয়েছে দুটি সন্তান, একটি মেয়ে একটি ছেলে রয়েছে। পিন্টু একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। আর পায়েল একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। ছোড়া গ্রামে বাড়ি হলেও দম্পতি ইসিএলের একটি আবাসন ভাড়া থাকেন বলে খবর।

    স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করেন পিন্টু। সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল বলে অভিযোগ। আজ, শনিবার সকালে পায়েল স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। তখন থেকেই তাঁর পিছু নেন পিন্টু! হরিপুর বাজার এলাকায় পৌঁছনোর পর ধারালো অস্ত্র নিয়ে পায়েলের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। একের পর এক কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওই তরুণী রাস্তাতেই লুটিয়ে পড়েন। ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। পরে তাঁরাই পিন্টুকে নিরস্ত করেন। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছয় বনবহাল ফাঁড়ির পুলিশ। ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন বলে খবর। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)