পরিচারককে ‘মার’ পুলিশ আধিকারিকের, বিচার চেয়ে বিক্ষোভে বাঁকুড়ায় ধুন্ধুমার
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
দেবব্রত দাস, খাতড়া: পুলিশ আধিকারিকের কোয়ার্টার থেকে টাকা চুরির অভিযোগে যুবককে মারধরের অভিযোগ। বাঁকুড়ার রানিবাঁধ থানার পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে সরব স্থানীয়রা। তাঁদের পাশে দাঁড়িয়ে আন্দোলনে শামিল বিজেপি। শনিবার দুপুরে রাস্তা অবরোধ করে গেরুয়া শিবির। অবরোধ হঠাতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। বিজেপির দুই জেলা সম্পাদক, মণ্ডল কার্যকর্তা-সহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
সুজল সহিস নামে প্রহৃত ওই যুবক পুলিশ অধিকারিকদের কোয়ার্টার সাফাইয়ের কাজ করতেন। রানিবাঁধ থানার এসআই শুভম রায়ের কোয়ার্টারেও কাজ করতেন। তাঁর কোয়ার্টার থেকে দু’দিন আগে নগদ কিছু টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। এরপরেই ওই চুরির ঘটনায় সুজল জড়িত বলে দাবি করেন এসআই শুভম রায়। শুক্রবার তাঁকে মারধর করেন বলে অভিযোগ। তাঁকে ১২ মাইলের জঙ্গলে নিয়ে গিয়ে বেল্ট দিয়ে মারধর করা হয় বলেও দাবি সুজলের। পরে ওই যুবক বাড়িতে বিষয়টি জানান। স্থানীয়রা রাতেই রানিবাঁধ মোড়ে খাতড়া ? ঝিলিমিলি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হন। শনিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।
সুজলের দাবি, “শুভম রায় নামে ওই পুলিশ আধিকারিক আমাকে টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রথমে ডেকে পাঠান। এরপরে আমাকে ১২ মাইলের জঙ্গলে নিয়ে গিয়ে কোমরের বেল্ট খুলে মারধর করেন। আমি যতবার বলেছি যে টাকা চুরি করিনি। আমি কিছুই জানি না। ততবার আরও রেগে উনি আমাকে চড়-থাপ্পড়, কিল, ঘুষি মেরেছেন। শেষে কোমরের বেল্ট খুলে মারধর করেন।” তিনি জানান, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। রানিবাঁধ থানার পুলিশের এক আধিকারিক ঘটনার কথা স্বীকার করেন। বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” যার বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ আধিকারিক অবশ্য এই ব্যাপারে কোন মন্তব্য করতে চাননি।