ধানখেত থেকে মিলল মহিলার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য বসিরহাটে
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: ধানখেত থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃতদেহ। ওই দেহের পাশে পাওয়া গিয়েছে একটি ব্যাগ ও জামাকাপড়ের পুঁটলি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ায়। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শনিবার সকালে মাটিয়া থানার পূর্ব সাংবেরিয়া গ্রামের একটি খানখেতের জমিতে ওই মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারা সাতসকালে ওই জমিতে গিয়ে মহিলার মৃতদেহ দেখে আঁতকে ওঠেন। মহিলার গলার নলি কাটা ছিল। শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে বলে খবর। স্থানীয়রাই মাটিয়া থানায় খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহের পাশে একটি পুঁটলি ও ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তল্লাশি চালাতে দেখা যায় ওই পুঁটলিতে জামাকাপর রয়েছে। ব্যাগের মধ্যেও বেশ কিছু জিনিসপত্র পাওয়া গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই মহিলা স্থানীয় নন। এলাকার কেউ তাঁকে চিনতেও পারেননি। পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও ওই মহিলাকে ‘খুন’ করা হয়। পরে রাতের অন্ধকারে ওই চাষের জমিতে দেহ ফেলে যাওয়া হয়েছে। তদন্তকারীরা আশপাশের থানায় যোগাযোগ করেছে। কোনও নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।