পরীক্ষা দিতে যাননি! বাঁকুড়ার মেসে মিলল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
টিটুন মল্লিক, বাঁকুড়া: মেসের ঘর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ! গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ ঝুলতে দেখা যায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার কালপাথর এলাকায়। মৃত ওই ছাত্রের নাম রাহুল মাজি। বাড়ি আসানসোলের কুলটি এলাকায়। তিনি জেলার সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। কী কারণে এই ঘটনা? খুন নাকি আত্মহত্যা? সেই প্রশ্নও উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, সরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির পর থেকে ওই মেসেই তিনি থাকতেন। ছুটিতে কুলটির বাড়িতে যেতেন। ফোনের মাধ্যমে পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ থাকত বলে খবর। গতকাল, শুক্রবার তাঁর পরীক্ষা ছিল। অন্যান্যরা বিষ্ণুপুরে নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষা দিতেও চলে যান। কিন্তু রাহুল পরীক্ষা দিতে যাননি বলে খবর। গোটা মেসে রাহুল একাই ছিলেন বলে খবর।
বিকেলের পর অন্যান্য ছাত্ররা ওই মেসে ফিরে আসেন। দেখা যায়, ওই ছাত্রের ঘর বন্ধ রয়েছে। ডেকেও তাঁর সাড়া পাওয়া যায়নি! পরে ছাত্ররা জানলা খুলতেই আঁতকে ওঠেন। দেখা যায়, ঘরের ভিতর সিলিং থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাহুল ঝুলছেন। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর দেওয়া হয় বাড়িতে। রাতেই হাসপাতালে চলে যান রাহুলের পরিবারের সদস্যরা। ওই ছাত্র কি আত্মহত্যা করেছেন? নাকি অন্য কোনও ঘটনা? পরিবারের লোকেরা জানাচ্ছেন, রাহুল ‘আত্মহত্যা’ করতে পারে না। তাঁর কোনও মানসিক সমস্যা, অবসাদও তাঁরা জানতেন না। রাহুলের পরিবার এই রহস্যমৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। কিন্তু রাহুল গতকাল কেন পরীক্ষা দিতে গেলেন না? সেই বিষয় খোঁজার চেষ্টা হচ্ছে।