রাস্তায় পোষ্য মলমূত্র ত্যাগ করলেই জরিমানা পর্যটকদের, নয়া বিধি দার্জিলিংয়ে!
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: শৈলশহরকে স্বচ্ছ্ব এবং সংক্রমণ মুক্ত নিরাপদ রাখতে এবার পোষ্যদের উপরে বাধ্যতামূলক টিকাকরণ ও জরিমানার নির্দেশ। পর্যটকদের ক্ষেত্রে এই নিয়ম জারি থাকছে। পাশাপাশি কুকুর, বিড়ালের মতো পোষ্য নিয়ে দার্জিলিং শহরে বেড়াতে পারবেন না স্থানীয় বাসিন্দারা। এমনকী বাড়িতে পোষ্য পালনের ক্ষেত্রেও মানতে হবে নির্দিষ্ট বিধি।
সম্প্রতি দার্জিলিং পুরসভার মাসিক অধিবেশন হয়েছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, কোনও পর্যটক পাহাড়ে নিজের পোষ্য বিশেষ করে কুকুর ও বিড়াল নিয়ে বেড়াতে গেলে তাদের টিকাকরণ বাধ্যতামূলক। সেই কাগজপত্রও সঙ্গে রাখতে হবে পর্যটকদের। শুধু তাই নয়, পাহাড়ে বেড়াতে গিয়ে যেখানে সেখানে পোষ্যকে মলমূত্র ত্যাগ করালে গুনতে হবে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। একই নিয়ম মানতে হবে পাহাড়ের বাসিন্দারা। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ওই নিয়ম কার্যকরী হবে বলে খবর।
দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরী বলেন, “চৌরাস্তা, ম্যালরোড-সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় পোষ্যদের মলমূত্র ত্যাগ করানো হয়। এটা ঠিক নয়। ফলে দূষণ বাড়ে। পর্যটকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। এছাড়াও পোষ্যদের টিকাকরণ না হলে রোগব্যধি ছড়ানোর সম্ভাবনা থেকে যায়। পুরসভায় ভ্যাক্সিনেশনের কার্ড চালু করা হবে।” তিনি আরও জানান, পাহাড়ে অনেকেই বাণিজ্যিক কারণে পশুপালন করেন। তাঁরাও একইভাবে পুরসভাকে কর দিয়ে পরিষেবা নেবেন। পোষ্যদের মলমূত্র ফেলার জন্য পুরসভার তরফে নির্দিষ্ট জায়গা করা হবে। পাশাপাশি পুরসভা প্রতিদিন পোষ্যদের মলমূত্র সংগ্রহ করবে। সেজন্য পুরসভাকে কর দিতে হবে। বিপিএল তালিকাভুক্তরা ওই কর থেকে ছাড় পাবেন। পুরসভার চেয়ারম্যান বলেন, “বিষয়টি নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। ফিনান্সের সবুজ সংকেত পেলেই সেটা আইন হিসেবে লাগু হবে।”