অশোক ঘোষের সঙ্গে মমতার ছবি দিয়ে পোস্ট! বিতর্ক উঠতেই কী সাফাই ফরওয়ার্ড ব্লকের?
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়লেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। স্মৃতির মোড়কে ফরওয়ার্ড ব্লকের তৎকালীন রাজ্য সম্পাদক প্রয়াত অশোক ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের ছবি পোস্ট করেন ফব-র রাজ্য সম্পাদক। তাতেই জল্পনা তৈরি হয়েছে, তবে কি ফরওয়ার্ড ব্লক ছেড়ে বেরিয়ে আসার ইঙ্গিত দিচ্ছেন নরেন? যদিও তা সম্পূর্ণ উড়িয়ে নরেন চট্টোপাধ্যায়ের দাবি, ওই ছবিতে পুরনো স্মৃতি রয়েছে, তাই পোস্ট করেছেন।
আসলে ওই ছবিটি বাম আমলে, সিঙ্গুর আন্দোলনের সময়কার। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী। ফরওয়ার্ড ব্লক অফিসে প্রবাদপ্রতিম বাম নেতা অশোক ঘোষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই ছবিই শুক্রবার সোশাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে নরেন লিখেছেন, ‘অতীতের অ্যালবাম থেকে’। ছবিতে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি অশোক ঘোষ তুলে দিচ্ছেন তৃণমূল নেত্রীর হাতে। নরেনের ফেসবুক পেজে এই ছবি পোস্ট করা গভীর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
ওই অংশের প্রশ্ন, তাহলে কি আগামী দিনে বামফ্রন্ট ছেড়ে বেরনোর ইঙ্গিত ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদকের? এসব প্রশ্নের মুখে পড়ে অবশ্য নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, ছবিটায় পুরনো স্মৃতি রয়েছে, সেটাই পোস্ট করেছেন। তিনি এও জানিয়েছেন, সিঙ্গুর সমস্যা নিয়ে সমাধানের উদ্যোগের মধ্যে সেই প্রথম মমতা ফরওয়ার্ড ব্লক রাজ্য দপ্তরে অশোক ঘোষের কাছে এসেছিলেন। অশোকবাবু নেতাজির একটি বইও মমতার হাতে তুলে দিয়েছিলেন। সেই স্মৃতিই ধরে রাখা তাঁর পোস্ট করা ছবিতে। সেটা পোস্ট করার মধ্যে কোনও বিতর্ক নেই বলে নরেন চট্টোপাধ্যায়ের দাবি।