• ‘ফেলো কড়ি মাখো তেল’, কলকাতার নামী হাসপাতাল থেকে গ্রেপ্তার ২ দালাল
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: হাসপাতালে দালালচক্র নিয়ে ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামল কলকাতা পুলিশ। সাফল্যও পেলেন গোয়েন্দারা। শুক্রবার রাতে এসএসকেএম এবং মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়।

    ধৃতেরা হল গোলাম রসুল এবং শচীন রাউত। বছর পঁয়তাল্লিশের গোলাম বীরভূমের মারগ্রামের শিলাগ্রাম। আঠাশ বছর বয়সিরা শচীন কলকাতার ললিত ব্যানার্জি স্ট্রিটে থাকেন। গোলামকে এসএসকেএম হাসপাতাল এবং শচীন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। দালালচক্রের সঙ্গে তারা কতদিন যুক্ত, রোগীর পরিবারের তরফে কীভাবে টাকা আদায় করত তারা, আর কারা এই দালালচক্রের সঙ্গে যুক্ত ? তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ধৃতেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলেই খবর।

    প্রসঙ্গত, হাসপাতালে দালালচক্রের অভিযোগ উঠছে প্রতিনিয়ত। ভুরি ভুরি অর্থ খরচ হয়ে যায়, অথচ মেলে না সঠিক চিকিৎসা। তা নিয়ে বহু আগেই সরব হন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দালালের খোঁজ পেলে দ্রুত জেলা পুলিশকে জানানোর কথা বলেন তিনি। বছর তিনেক আগে বিধানসভায় দাঁড়িয়ে স্বাস্থ্যদপ্তরকে কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে রোগীরা চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন। তবে তা সত্ত্বেও হাসপাতালে দালালরাজ যেন ঠেকানো অসম্ভব। রোগীদের অভিযোগ, এখনও বহু হাসপাতালে দালালরাজ চলছে। তার ফলে বিনা পয়সার পরিবর্তে টাকা খরচ করে সরকারি হাসপাতাল থেকে পরিষেবা নিতে হচ্ছে তাঁদের। তবে প্রশাসনের তরফে বার্তা, সরকারি হাসপাতালে কিংবা কোনও সরকারি প্রকল্পের সুবিধা নিতে চাইলে কাউকে একটি পয়সাও দেওয়ার প্রয়োজন নেই। যদি তা কেউ নেয় তবে অবিলম্বে অভিযোগ জানাতে হবে।
  • Link to this news (প্রতিদিন)