নব্যেন্দু হাজরা: রাজ্যে এসআইআরের কাজ চলছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শেষ করার সময়সীমা যত এগিয়ে আসছে, তত চাপ বাড়ছে বিএলও-দের। প্রায় দিনরাত কাজ করতে হচ্ছে তাঁদের। যেহেতু সরকারি কর্মী, আধিকারিকরা এই কাজের সঙ্গে মূলত যুক্ত, তাই তাঁদের নিজেদের দপ্তরের কাজ নিয়ে সতর্ক করা হল নবান্নের তরফে। শনিবার জেলাশাসকদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করে মুখ্যসচিব মনোজ পন্থ নির্দেশ দিয়েছেন, এসআইআর যেমন চলছে চলুক, তাতে যেন উন্নয়নের কাজ ব্যাহত না হয়।
শনিবার নবান্নের ১৩ তলায় জেলাশাসকদের নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রথমত, বিভিন্ন দপ্তরের যে উন্নয়নমূলক কাজের বরাত নেওয়া হয়েছে, যা চলছে, সেসবের গতি যেন কোনওভাবে থমকায়। নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব কাজ যেন শেষ হয়। সে বিষয়ে বারবার জেলাশাসকদের সতর্ক করেছেন মুখ্যসচিব। এ ব্যাপারে ‘আমার পাড়া-আমার সমাধান’ কর্মসূচির কথা উল্লেখ করে তিনি জানান, এসব কাজ দ্রুত শেষ করে রিপোর্ট দিতে হবে। সম্প্রতি এসআইআরের ‘কাজের চাপে’ যে বিএলও-রা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে থাকতে হবে বলে জেলাশাসকদের ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্যসচিব।
এছাড়া এই মুহূর্তে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজও হচ্ছে। ন্যায্য উপভোক্তাদের তালিকা তৈরি চলছে। সেই কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। সূত্রের খবর, এই কাজ জানুয়ারির মধ্যে শেষ করার কথা। তা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। গ্রামীণ রাস্তার কাজও কোনওভাবে ব্যাহত না হয়, তা দেখতে হবে। এদিন উন্নয়নের কাজ সংক্রান্ত আলোচনা ছাড়াও ১০ থেকে ১২টি সরকারি দপ্তরের কাজ নিয়ে পর্যালোচনা হয়েছে। এসব দপ্তরের কাজ কতদূর এগোল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে তা দেখানো হয়েছে বলে খবর। তবে মূল বিষয় ছিল, এসআইআরের কাজের মাঝে যেন রাজ্যে উন্নয়নের কাজ থমকে না যায়, সেদিকে কড়া নজর রাখা।