বহুতলে ভরা কলকাতাও ভূকম্পের ঝুঁকির বাইরে নয়, সাবধানবাণী শোনাচ্ছেন ভূবিজ্ঞানীরা
প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বড় মাত্রার ভূমিকম্পের অভিঘাতে শুক্রবার সকালে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলাও কেঁপে উঠেছে। নগরবাসীর ভয়, এখানেও কোনওদিন ভূগর্ভে বড়সড় আলোড়ন ঘটে ব্যাপক বিপর্যয়, প্রাণহানি হবে না তো! এ ব্যাপারে সাবধানবাণী শোনাচ্ছেন ভূবিজ্ঞানীরা। তাঁরা কম্পন প্রবণতার বিষয়টি মাথায় রেখে প্রযুক্তি, সঠিক নিয়মবিধি মেনে মজবুত নির্মাণে জোর দিচ্ছেন।
অবসরপ্রাপ্ত ভূবিজ্ঞানী অমিতাভ মল্লিকের মতে, উত্তরবঙ্গে হিমালয় পর্বতাঞ্চল বেশ ভূমিকম্পপ্রবণ। সেখানে ভূমিকম্প হলে রেশ কলকাতায়ও পড়বে। বিভিন্ন বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, কলকাতাও সিসমিক রিস্ক বা কম্পনের ঝুঁকির বাইরে নয়। এখানে হয়তো রিখটার স্কেলে ৭.৭ বা ৮ মাত্রার ভূমিকম্প হবে না, তবে উত্তরে হলে নড়ে উঠবে কলকাতাও।
শহরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে আইআইটি খড়গপুর ২০১৫-য় একটি সার্ভে করে। সেই অনুসারে ২,৩,৪,৫—-এই সিসমিক জোন ম্যাপের মধ্যে কলকাতা পড়ছে ৩ ও ৪ -এর বর্ডার লাইনে। তাই ভূমিকম্পের ঝুঁকি উড়িয়ে দেওয়ার মতো নয়। ভূ-প্রাকৃতিক গঠনশৈলী এবং ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে রয়েছে কলকাতার অবস্থান। কলকাতার ভূগর্ভস্থ প্লেটগুলির মধ্যে প্রতিনিয়ত নড়াচড়া হয়েই চলেছে। নড়াচড়ায় কোনও গন্ডগোল হলেই কেঁপে ওঠে বাড়িঘর, বলছেন ইনস্টিটিউট অব টাউন প্ল্যানারস, ইন্ডিয়ার প্রাক্তন কাউন্সিল সদস্য দীপঙ্কর সিনহা। তিনিও জানাচ্ছেন, ভূমিকম্পপ্রবণ শহর হিসাবে কলকাতা পড়ছে গ্রেড ৩-এ।
আগেও কলকাতায় ভূমিকম্প হয়েছে। হয়তো সেভাবে টের পাওয়া যায়নি। ইন্ডিয়ান প্লেটের উপর রয়েছে কলকাতা। প্রতি বছর সেই প্লেট ৫ সেন্টিমিটার করে সরে যাচ্ছে উত্তর পূর্বের ‘টিবেটান’ প্লেটের দিকে। দুই প্লেটে ধাক্কা লাগছে একটু একটু করে। শহরের ভূগর্ভস্থ জলস্তর থেকে যে হারে জল তোলা হচ্ছে, তাতে যে কোনও সময় ভূমিধ্বস হতে পারে। এছাড়া মাটির নিজস্ব কম্পন থাকে। ফলে বহুতলের ভিত মজবুত না হলে বড় মাত্রার ভূকম্পনে ক্ষতির আশঙ্কা থাকেই।
দীপঙ্করবাবু আরও জানাচ্ছেন, কলকাতার ভূগর্ভে একটি ফাটল আছে যা মায়ানমার পর্যন্ত গিয়েছে। এই ফাটলের মধ্যে কম্পন হলে তার ধাক্কা অনেক জোরালো হয়ে ওঠে। ফাটলের লাইন ধরে কম্পনের ঢেউ এগোলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারে। তিনিও শহরে বহুতল নির্মাণের প্রসঙ্গ তোলেন। শিবপুর আইইএসটির ভূবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ভবানীপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন, “পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকাই কম-বেশি কম্পনপ্রবণ। কলকাতা মাঝারি ভূকম্পপ্রবণ বলে ভাবা হয়। আজকের ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। অজস্র বহুতল থাকায় এতে কলকাতায়ও বেশ ক্ষয়ক্ষতি হতে পারত, কিন্তু কলকাতার নিচে থাকা হুগলি নদীর বালি ও কাদার নরম স্তর কম্পনের অনেকটাই শুষে নেওয়ার ফলে তা হয়নি। তবে এর চেয়ে বেশি মাত্রার ভূকম্পন হলে কিন্তু কলকাতা বিপদে পড়বে।”