• কসবার হোটেলের ঘরের মেঝেতে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত দেহ! নিখোঁজ দুই সঙ্গী, খুন নাকি দুর্ঘটনা?
    প্রতিদিন | ২২ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন:  শহরের হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কসবা রাজডাঙা এলাকায় একটি হোটেল থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে, ওই ব্যক্তির মাথায় গুরুতর আঘাত রয়েছে। কীভাবে এই মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে কসবা থানার পুলিশ। শুধু তাই নয়, ঘটনাস্থলে ডগ স্কোয়াড থেকে ফরেন্সিকের আধিকারিকরাও রয়েছে। খুন নাকি দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

    পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই হোটেলে তিনজন উঠেছিলেন। কিন্তু অনেক রাতে দুজন বেরিয়ে যান। আজ শনিবার দুপুরে একজনের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, দেহটি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হয়েছে রহস্য। বিশেষ করে তিনজন একসঙ্গে হোটেলে উঠলেও মধ্যরাতে দুজন কেন বেরিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে যদিও সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার সঙ্গে দুজনের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

    বলে রাখা প্রয়োজন, গত মাসে পার্কস্ট্রিটের একটি হোটেল থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।। রফি আহমেদ কিদওয়াই রোডের হোটেল রুমের বক্স খাটের ভিতর থেকে পাওয়া যায় দেহটি। জানা যায়, হোটেলের কর্মীরা দরজা খুলতেই পচা গন্ধ পান। বক্স খাট খুলতেই মেলে দেহ। খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হোটেলের বন্ধ ঘরে উদ্ধার হল এক ব্যক্তির দেহ।
  • Link to this news (প্রতিদিন)