• ফের নন্দীগ্রামে তৃণমূলের শিবিরে হামলা, বিজেপি বলছে, ‘অভিযোগ ভিত্তিহীন’
    এই সময় | ২২ নভেম্বর ২০২৫
  • ফের নন্দীগ্রামে তৃণমূলের ভোটরক্ষা শিবিরে হামলার অভিযোগ। ভেকুটিয়ার পরে এ বার হরিপুর। অভিযোগের তির বিজেপির দিকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে ‘বাংলার ভোটরক্ষা শিবির’-এ শুক্রবার হামলা চালানো হয়। চলে ভাঙচুর। ছিঁড়ে ফেলা হয় ফ্লেক্স, প্যান্ডেলের কাপড়। যদিও বিজেপির দাবি, এ সব অভিযোগ ভিত্তিহীন। অস্তিত্ব বাঁচাতে তৃণমূল মিথ্যা দোষারোপ করছে।

    SIR চলছে রাজ্য জুড়ে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন ভোটাররা। BLO-দের উপরে কাজের অতিরিক্ত চাপের অভিযোগ। এরই মধ্যে ভোটারদের যাতে কোনও সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে অধিকাংশ জেলায় ব্লকে ব্লকে ক্যাম্প করেছে তৃণমূল। কারও কোনও সমস্যা হলে, কোনও কিছু বুঝতে অসুবিধা হলে ক্যাম্পে আসার কথাও বলছে তারা।

    এ রকমই সহায়তা ক্যাম্প নন্দীগ্রামের হরিপুরেও হয়েছে। শুক্রবার রাতে SIR-এর সেই সহায়তা ক্যাম্পে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এর আগে নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়াতেও এই একই অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতে হরিপুরে আবারও হামলা চলে বলে অভিযোগ।

    জেলার তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, ‘তৃণমূল যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময়ে নন্দীগ্রামের বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তব্য রাখছেন। তাতেই সাহস ও মদত পেয়ে বিজেপির কর্মীরা তৃণমূলের সহায়তা কেন্দ্রে ভাঙচুর করেছেন। আসলে ওরা নন্দীগ্রামের মানুষের ব্যক্তি স্বাধীনতা কেড়ে নিতে চাইছে।’

    যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা অভিজিৎ মাইতি বলেন, ‘নন্দীগ্রামের তৃণমূল নেতাদের উপরে রাজ্য নেতৃত্ব আস্থা রাখতে পারছে না। তাই নিজেদের অস্তিত্ব প্রমাণে তৃণমূল নিজেই ক্যাম্প তৈরি করছে, নিজেরাই তা ভাঙছে। এতে কোনও লাভ হবে না। নন্দীগ্রাম বিজেপির শক্ত ঘাঁটি। ২০২৬ ভোটে তা আরও একবার প্রমাণ হবে।’

  • Link to this news (এই সময়)